TRENDING:

Pan Aadhaar Link: সময় খুব কম, ৩১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই করুন এই কাজ, নাহলে PAN বাতিল হয়ে যাবে?

Last Updated:
Pan Aadhaar Link: আর্থিক প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ জারি করা হয়েছে।
advertisement
1/8
সময় খুব কম, ৩১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই করুন এই কাজ, নাহলে PAN বাতিল হয়ে যাবে?
৩১ ডিসেম্বর শেষ দিন। তার আগে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতেই হবে। এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার। অনেকে বলছেন, নাহলে প্যান বাতিল হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, না, প্যান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই সময়সীমার মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন লেনদেনে সমস্যা হতে পারে।
advertisement
2/8
আর্থিক প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ জারি করা হয়েছে। একাধিক ফিনটেক কোম্পানির রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই গ্রাহক প্রোফাইল তৈরির জন্য প্যান কার্ডের তথ্য ব্যবহার করা হচ্ছিল। গোটা বিষয়টা বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এতে ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/8
এরপরই দেশের সমস্ত করদাতার জন্য আধার এবং প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করে আয়কর বিভাগ। এর জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করাতেই হবে।
advertisement
4/8
খুব সহজেই প্যান এবং আধার কার্ড লিঙ্কের স্ট্যাটাস দেখা যায়। এর জন্য প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometax.gov.in –এ যেতে হবে।হোমপেজে রয়েছে ‘কুইক লিঙ্কস’ অপশন। এখানে ক্লিক করে ঢুকতে হবে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ।
advertisement
5/8
[caption id="attachment_1953953" align="alignnone" width="1600"] এরপর ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। এখানে গ্রাহককে দিতে হবে নিজের আধার এবং প্যান নম্বর। তারপর ক্লিক করতে হবে ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ।একটি মেসেজ পপ-আপ হবে। যদি ইতিমধ্যেই প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করানো থাকে তাহলে লেখা থাকবে, “আপনার প্যান প্রদত্ত আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।”</dd> <dd>[/caption]
advertisement
6/8
আর যদি লিঙ্ক না থাকে তাহলে লেখা থাকবে “প্যান-আধার লিঙ্ক হয়নি”।এখন যদি প্যান এবং আধার লিঙ্ক না থাকে তাহলে এই ওয়েবসাইটের বাম দিকে ‘কুইক লিঙ্কস’ সেকশনের নীচে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
7/8
এখানে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে প্যান এবং আধারের তথ্য এবং প্রয়োজনীয় বিশদ বিবরণ দিয়ে সাবমিট করলেই আধার এবং প্যান কার্ডের লিঙ্ক হয়ে যাবে।
advertisement
8/8
এসএমএস-এর মাধ্যমেও আধার এবং প্যান কার্ডের লিঙ্ক করা যায়। এর জন্য মোবাইল ফোনে UIDPAN (স্পেস) ১২ সংখ্যার আধার নম্বর (স্পেস) প্যান নম্বর টাইপ করে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 567678 অথবা 56161 নম্বরে এসএমএস পাঠাতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আধার এবং প্যান লিঙ্কের মেসেজ চলে আসবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan Aadhaar Link: সময় খুব কম, ৩১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই করুন এই কাজ, নাহলে PAN বাতিল হয়ে যাবে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল