TRENDING:

পাকিস্তানে ভারতের '১ টাকার' মূল্য কত বলুন তো...? চমকে উঠবেন 'উত্তর' শুনলেই!

Last Updated:
Pakistan: ভারত-পাকিস্তান সংঘাত আবহে, আজ এই সাধারণ জ্ঞানের পাঠে চলুন জেনে নেওয়া যাক, আজকের দিনে ভারতের ১ টাকা দিলে পাকিস্তান কত দেবে? অর্থাৎ পাকিস্তানে ভারতীয় ১ টাকার মূল্য ঠিক কী?
advertisement
1/11
পাকিস্তানে ভারতের '১ টাকার' মূল্য কত বলুন তো...? চমকে উঠবেন 'উত্তর' শুনলেই!
একটি দেশের মুদ্রার মূল্য সে দেশের অর্থনীতির প্রতিফলন। বিশ্বজুড়ে লেনদেনের জন্য সাধারণত ডলার ব্যবহার করা হয়। যে কোনও দেশের মুদ্রার মূল্য মার্কিন ডলার (USD) দিয়ে পরিমাপ করা হয়। কিন্তু ডলারের মূল্য জানলেও আমরা খুব কমই জানি আমাদের আশেপাশের অন্যান্য দেশগুলির অর্থ মূল্য।
advertisement
2/11
ভারত-পাকিস্তান সংঘাত আবহে, আজ এই সাধারণ জ্ঞানের পাঠে চলুন জেনে নেওয়া যাক, আজকের দিনে ভারতের ১ টাকা দিলে পাকিস্তান কত দেবে? অর্থাৎ পাকিস্তানে ভারতীয় ১ টাকার মূল্য ঠিক কী?
advertisement
3/11
প্রতিবেশী পাকিস্তানের তুলনায় ভারতের মুদ্রার মূল্য ঠিক কত? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক আজকের দিনের হিসেবে কী বলছে। News 18 -File Image
advertisement
4/11
আজ, ভারতীয় রুপির মূল্য প্রতি ডলারে ৮৫.৭৬ টাকা। কিন্তু এই ক্ষেত্রে, যদি কেউ ১,০০,০০০ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যায়, তাহলে সেখানে সেই টাকার মূল্য কত হবে? News 18 -File Image
advertisement
5/11
বস্তুত, আজকের তারিখে ডলারের তুলনায় পাকিস্তানি রুপির অবস্থা খুবই খারাপ। এক মার্কিন ডলারের মূল্য ২৮১.১৬ পাকিস্তানি রুপির সমান হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে ডলারের তুলনায় পাকিস্তানি রুপির মূল্য ক্রমাগত কমছে। News 18 -File Image
advertisement
6/11
আন্তর্জাতিক মুদ্রা অনুযায়ী, পাকিস্তানে ভারতীয় রুপির মূল্য ৩.২৮ টাকা। এর অর্থ হল, যদি আপনি ১ ভারতীয় টাকাকে পাকিস্তানি রুপিতে 'কনভার্ট' করেন, তাহলে তা হবে ৩.২৮ টাকা। News 18 -File Image
advertisement
7/11
এবার যদি কেউ ১ লক্ষ ভারতীয় রুপি (₹) নিয়ে পাকিস্তানে যান, তাহলে তার মূল্য হবে ৩,২৮,৬৪১.৭৬ পাকিস্তানি রুপি। News 18 -File Image
advertisement
8/11
অন্যদিকে যদি একজন পাকিস্তানি তাঁর দেশ থেকে ১ লক্ষ টাকা নিয়ে ভারতে আসেন, তাহলে ভারতে সেই টাকার মূল্য হবে মাত্র ৩০,৪২৮.২৭ টাকা (₹)। News 18 -File Image
advertisement
9/11
পাকিস্তানের বর্তমান আর্থিক অবস্থা খুবই খারাপ। পাকিস্তানের সাধারণ মানুষের অর্থনৈতিক সঙ্কট ক্রমশ বাড়ছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়ছে।
advertisement
10/11
এই পরিস্থিতিতে, পাকিস্তান ভারত সংঘর্ষ ও যুদ্ধ-পরিস্থিতির সূত্রপাত সেখানকার বাজারকে আরও প্রভাবিত করেছে। আগামী দিনে দুই দেশের মধ্যে ফের সংঘাত হলে তা নিঃসন্দেহে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কটকে আরও বাড়িয়ে তুলবে।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য। News 18 File Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পাকিস্তানে ভারতের '১ টাকার' মূল্য কত বলুন তো...? চমকে উঠবেন 'উত্তর' শুনলেই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল