TRENDING:

কম বাজেটে ঘরে বসে ব্যবসা করতে চাইছেন? তাহলে আজই নিয়ে আসুন এই ছোট্ট মেশিন, মাসের শেষে হয়ে যাবেন মালামাল

Last Updated:
Business Idea: কোনও পণ্য তৈরি হওয়ার পর তা পলিথিনে প্যাকিং করার জন্য ব্যবহার করা যেতে পারে এই মেশিনটিকে। এর মধ্যে রয়েছে একটি উচ্চ তাপমাত্রাবিশিষ্ট প্যানেল বা হাই টেম্পারেচার প্যানেল। উৎপাদিত দ্রব্যকে এই মেশিনে দিলে তা অনায়াসে পলিথিনের সাহায্যে স্বয়ংক্রিয় ভাবেই সেই দ্রব্যটিকে প্যাকিং করে দিতে পারবে।
advertisement
1/5
কম বাজেটে ঘরে বসে ব্যবসা করতে চাইছেন? তাহলে নিয়ে আসুন এই ছোট্ট মেশিন, মাসের শেষে মালামাল !
Report- Vishal Tiwari: মুদ্রাস্ফীতির এই যুগে মানুষ নিজেদের কর্ম সংস্থান এবং ব্যবসা বাড়াতে চান। কারণ শুধু চাকরিতে অনেক সময়ই পেরে ওঠা যায় না। এহেন পরিস্থিতিতে যাঁদের কাছে মূলধন বা পুঁজি কম, তাঁরা ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলেও পিছিয়ে আসেন। কিন্তু এতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। যাঁদের পুঁজি কম এবং যাঁরা নিজের বাড়িতে বসেই ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি উপায়ের বিষয়ে আলোচনা করে নেব। আসলে একটা ছোট্ট মেশিন রয়েছে, যা বাড়িতে ইনস্টল করেই মাসে হাজার হাজার টাকা উপার্জন করা সম্ভব। আমরা কথা বলছি একটি প্যাকেজিং মেশিনের। এটি আকারে খুবই ছোট। কিন্তু ছোট্ট এই মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের পণ্য প্যাকিং করা সম্ভব। কীভাবে এই মেশিন কেনা যাবে আর কীভাবে তা কাজ করে, সেই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
2/5
কী কাজ করে এই মেশিন? : আলাপচারিতায় মেশিন চালক শগুন যাদব জানালেন যে, এই মেশিনটি আসলে পেন সেলার। বা বলা ভাল, কোনও পণ্য তৈরি হওয়ার পর তা পলিথিনে প্যাকিং করার জন্য ব্যবহার করা যেতে পারে এই মেশিনটিকে। এর মধ্যে রয়েছে একটি উচ্চ তাপমাত্রাবিশিষ্ট প্যানেল বা হাই টেম্পারেচার প্যানেল। উৎপাদিত দ্রব্যকে এই মেশিনে দিলে তা অনায়াসে পলিথিনের সাহায্যে স্বয়ংক্রিয় ভাবেই সেই দ্রব্যটিকে প্যাকিং করে দিতে পারবে। Representative Image
advertisement
3/5
কত কেজি পর্যন্ত পণ্য প্যাকিং করতে পারে এই মেশিন?: এই মেশিনটি ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, ৪ কেজি এবং সর্বোচ্চ প্রায় ৫ কেজি পর্যন্ত প্যাকেট প্যাকিং করতে পারে। এর পাশাপাশি এই মেশিন ব্যবহার করলে তা সময় অনেকটাই বাঁচিয়ে দিতে পারে। আর এর গুণমানও কিন্তু খুবই ভাল। Representative Image
advertisement
4/5
ভাল আয়: বাড়িতে বসে যাঁরা ভাল উপার্জন করতে চান, তাঁদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী। কারণ এই মেশিনটি ইনস্টল করার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন পড়ে না। আর বিদ্যুতের খরচও নামমাত্র। এই পরিস্থিতিতে যে কেউ নিজের বাড়িতে এই মেশিন বসাতে পারেন। Representative Image
advertisement
5/5
এরপর প্যাকেজিংয়ের অর্ডার নিয়ে এই মেশিনের সাহায্যে পণ্য প্যাকিংয়ের কাজ শুরু করে দিতে পারেন। আর সবথেকে বড় কথা হল, এই মেশিনটির দামও বেশ কম। মধ্যবিত্তের একেবারে সাধ্যের মধ্যেই। বাজারে এই মেশিন মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় পাওয়া যায়। Representative Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কম বাজেটে ঘরে বসে ব্যবসা করতে চাইছেন? তাহলে আজই নিয়ে আসুন এই ছোট্ট মেশিন, মাসের শেষে হয়ে যাবেন মালামাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল