TRENDING:

Aadhaar Card Deactivated: ২ কোটির বেশি আধার নম্বর ডিঅ্যাক্টিভেটেড ! কিন্তু কেন ? একবার চেক করে নিন পুরো লিস্ট...

Last Updated:
Aadhaar Card Deactivated: UIDAI মৃত ব্যক্তিদের ২ কোটির বেশি আধার নম্বর ডিঅ্যাক্টিভেট করেছে ডেটাবেস সুরক্ষিত রাখতে এবং পরিচয় জালিয়াতি রোধ করতে।
advertisement
1/8
২ কোটির বেশি আধার নম্বর ডিঅ্যাক্টিভেটেড ! কিন্তু কেন ? একবার চেক করে নিন পুরো লিস্ট...
UIDAI ২ কোটিরও বেশি মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে যাতে ডাটাবেসের সঠিকতা নিশ্চিত থাকে। এই তথ্য রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI) এবং অন্যান্য সরকারি সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একবার নিষ্ক্রিয় হলে তা কখনও অন্য কাউকে পুনরায় বরাদ্দ করা হয় না, যাতে পরিচয় জালিয়াতি ও সরকারি সুবিধার অপব্যবহার রোধ করা যায়। myAadhaar পোর্টালে এখন একটি নতুন পরিষেবা চালু হয়েছে, যেখানে মৃত্যু রিপোর্ট করে আধার নিষ্ক্রিয় করার আবেদন করা যায়।
advertisement
2/8
UIDAI কীভাবে মৃত ব্যক্তিদের আধার-সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে?UIDAI মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI), বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS), ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম-সহ অন্যান্য উৎস থেকে। ভবিষ্যতে আধার নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে UIDAI আর্থিক প্রতিষ্ঠান ও অনুরূপ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার দিকেও নজর দিচ্ছে।
advertisement
3/8
মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় হওয়ার পর কি তা অন্য কাউকে পুনরায় বরাদ্দ করা যায়?না। UIDAI–এর নির্দেশিকা অনুযায়ী, কোনও আধার নম্বর কখনও অন্য কোনও ব্যক্তিকে পুনরায় বরাদ্দ করা যায় না।
advertisement
4/8
কেন UIDAI মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করছে?UIDAI জানাচ্ছে, কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর আধার নম্বর নিষ্ক্রিয় করা অত্যন্ত জরুরি, যাতে সম্ভাব্য পরিচয় জালিয়াতি বা সরকারি কল্যাণমূলক সুবিধা পাওয়ার জন্য ওই আধার নম্বরের অবৈধ ব্যবহার রোধ করা যায়।
advertisement
5/8
UIDAI–এর ‘পরিবারের মৃত সদস্যের তথ্য জানানো’ পরিষেবা কী?UIDAI এই বছর myAadhaar পোর্টালে একটি সুবিধা চালু করেছে—‘পরিবারের মৃত সদস্যের মৃত্যু রিপোর্ট’—যা বর্তমানে নাগরিক নিবন্ধন ব্যবস্থাপনা (CRS) ব্যবহারকারী ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই পরিষেবার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলছে।
advertisement
6/8
মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় হয়েছে কি না, আইনগত উত্তরাধিকারীরা কীভাবে জানবেন?আইনগত উত্তরাধিকারীরা দুইভাবে মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় হয়েছে কি না তা জানতে পারেন:
advertisement
7/8
অনলাইনে মৃত ব্যক্তির আধার নম্বরের অ্যাক্টিভেশন স্ট্যাটাস জানার প্রক্রিয়াMyAadhaar পোর্টালে যান (https://myaadhaar.uidai.gov.in)“Check Aadhaar Status” অপশনে ক্লিক করুন-আধার নম্বরটি প্রবেশ করুন। যদি আধার নিষ্ক্রিয় হয়ে থাকে, সিস্টেমে এটি “inactive” বা “deactivated due to death” হিসেবে দেখাবে।
advertisement
8/8
অফলাইনে মৃত ব্যক্তির আধার নম্বরের অ্যাক্টিভেশন স্ট্যাটাস জানার প্রক্রিয়ানিকটস্থ আধার সেবা কেন্দ্র (ASK) বা এনরোলমেন্ট সেন্টারে যান এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যান। সেখানে কর্মকর্তারা আধার নম্বরের স্ট্যাটাস নিশ্চিত করে দেবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card Deactivated: ২ কোটির বেশি আধার নম্বর ডিঅ্যাক্টিভেটেড ! কিন্তু কেন ? একবার চেক করে নিন পুরো লিস্ট...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল