চরম অভাব! নিজের চেষ্টায় মহিলা গড়লেন ২০০ কোটির সাম্রাজ্য! কিন্তু স্বামীই হয়ে উঠলেন মূল 'শত্রু'?
- Published by:Tias Banerjee
Last Updated:
অভাব, বিশ্বাসঘাতকতা, আর আত্মশক্তি—নীতু সিংহ ওরফে ‘নীতু ম্যাডাম’-এর জীবন যেন এক চলমান অনুপ্রেরণার গল্প।
advertisement
1/10

অভাব থেকে উঠে দাঁড়িয়ে গড়েছেন ২০০ কোটির সাম্রাজ্য, তার পর স্বামী পাঠালেন ‘গুণ্ডা’! তাঁর নাম জানেন?
advertisement
2/10
ঝাড়খণ্ডের গিরিডি জেলার এক সাধারণ পরিবারে জন্ম নীতু সিংহের। মাত্র তিন বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারান। ছয় বোন আর এক ভাইয়ের সঙ্গে কঠিন আর্থিক সংকটে বড় হন মা'র কাছে। তবুও তাঁর মা কখনও মেয়েদের শিক্ষার সঙ্গে আপস করেননি।
advertisement
3/10
নীতু পড়াশোনা করেন গিরিডির কারমেল কনভেন্ট ও বারাণসীর সেন্ট জন’স স্কুলে। পরে ভিনোবা ভাবে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল’ সেন্টার থেকে এলএলবি সম্পূর্ণ করেন।
advertisement
4/10
২০০৫ সালে নীতু শুরু করেন নিজের প্রথম কোচিং সেন্টার। ২০০৬ সালে বিয়ে করেন রাজীব সৌমিত্রকে। দুজনে মিলে তৈরি করেন 'প্যারামাউন্ট কোচিং সেন্টার'। অল্প সময়েই এই প্রতিষ্ঠান হয়ে ওঠে একটি ২০০ কোটি টাকার সফল ব্র্যান্ড। নীতু লেখেন ইংরেজি ব্যাকরণ বিষয়ক একটি বই "English Volume 1", যা আজও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে বেস্টসেলার।
advertisement
5/10
কিন্তু ২০১৫ সালে, সুখের ছবিতে ফাটল ধরে। নীতুর অভিযোগ, তাঁর স্বামী রাজীব তাঁকে মারধরের জন্য গুণ্ডা পাঠান এবং প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেন—যার তিনি সহ-প্রতিষ্ঠাতা ও ৫০% মালিক।
advertisement
6/10
একই বছর নীতু নতুনভাবে শুরু করেন। মুকার্জি নগরে প্রতিষ্ঠা করেন KD Campus, নিজের প্রয়াত বাবার নাম কিশোর দেব-এর নাম অনুসারে। প্রতিষ্ঠানটি অল্প সময়েই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য দেশের সেরা কোচিং সেন্টার হয়ে ওঠে।
advertisement
7/10
২০২০ সালে, মহামারির সময়, নীতু শুরু করেন KD Live—একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। ইউটিউব চ্যানেল এখন প্রায় ২০ লক্ষ সাবস্ক্রাইবার ছুঁয়েছে।
advertisement
8/10
Moneycontrol-এর রিপোর্ট অনুযায়ী, নীতু অনাথ শিশু, বৃদ্ধ এবং দরিদ্র পরিবারদের সাহায্য করেন নিয়মিত। শিক্ষার বাইরেও তাঁর দায়বদ্ধতা স্পষ্ট।
advertisement
9/10
২০২৫ সালে SSC নিয়োগে স্বচ্ছতার দাবিতে দেশজুড়ে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন নীতু সিং। হাজার হাজার ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন তাঁদের অনুপ্রেরণা।
advertisement
10/10
যেখানে হার মানতে পারতেন, সেখান থেকে উঠে এসে যিনি হয়েছেন লক্ষ ছাত্রের ‘নীতু ম্যাডাম’—তাঁর জীবন আমাদের শেখায়, "বঞ্চনা বা বিপর্যয় যত বড়ই হোক, ইচ্ছে থাকলে গন্তব্য ছোঁয়া সম্ভব!"
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চরম অভাব! নিজের চেষ্টায় মহিলা গড়লেন ২০০ কোটির সাম্রাজ্য! কিন্তু স্বামীই হয়ে উঠলেন মূল 'শত্রু'?