এই সরকারি যোজনায় টাকা রাখলে ১৫ বছরে ৫১ লক্ষ টাকার মালিক হতে পারেন আপনি
Last Updated:
advertisement
1/6

শেয়ার বাজারের ওঠা-পড়ার মাঝেই মাঝেই সাধারণ মানুষ সব সময়েই জমা টাকা সুরক্ষিত রাখা ও উপযুক্ত ফেরৎ পাওয়ার লক্ষেই বিনিয়োগ করছে ৷ এই রকমই আজ এমন কিছু সরকারি প্রকল্পের কথা আলোচনা করা হবে যা আগামী ১৫ বছরের মধ্যে আপনাকে ৫০ লক্ষ টাকার মালিক করে তুলতে পারে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
যাঁদের পেশা চাকরি তাঁরা চাকরি সুরক্ষিত রেখে নিজেদের সম্পত্তি বাড়ানোর দিকেই মন দিয়ে থাকেন ৷ তাঁদের সাধারণত বুদ্ধিমানই বলা যায় ৷ এমন কিছু সরকারি যোজনা আছে যাতে যেকানে টাকা বিনিয়োগ করলে ১৫ বছরে ৫১ লক্ষ টাকা হতে পারে ৷ তবে আপনাকে আগামী ৫ বছর খরচ কমাতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
ভারত সরকার আপনার বিনিয়োগ করা অর্থ সুরক্ষিত করার দায়িত্ব নেবে ৷ সরকারের এমন কিছু যোজনা আছে যা আপনি নিজের নামের সঙ্গে সঙ্গে স্ত্রী, বাচ্চার নামেও নিতে পারেন ৷ আপনি আনেক সুযোগ ও সুবিধাও পাবেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
পিপিএফ এর স্বল্প মেয়াদী যোজনায় টাকা বিনিয়োগ করলে তা সুরক্ষিত থাকবে ও আপনি এর দায়িত্ব সরকারের ৷ একটি প্রকল্প যা নিশ্চিত রূপে আপনাকে আপনার জমানো টাকা ফেরৎ দেবে ৷ আপনি করকারি বা বেসরকারি যে কোনও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
আগামী ১৫ বছরে জমা হবে একটি বিপুল রাশির টাকা ৷ ১৫ বছর পরে ৫১ লক্ষ টাকা পেতে পারেন আপনি ৷ আপনি এই যোজনায় প্রতি বছরে সব থেকে বেশি ১.৫ লক্ষ টাকা জমা রাখতে পারেন ৷ প্রথম বছর অন্য খরচ কমিয়ে বছরে ১.৫ লক্ষ টাকা জমা রাখতে পারেন ৷ ৬ বছর থেকে প্রতি মাসে ১ লক্ষ টাকা জমা রাখতে পারেন ৷ এখন পিপিএফ এ বছরে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
যখন আপনি বছরে ১.৫ লক্ষ টাকা জমা করছেন প্রথম ৫ বছরের জন্য তখন আপনার মোট অমানত ৯ লক্ষ টাকা হয়ে যাবে ৷ এরপর থেকে প্রতি বছরে ১ লক্ষ টাকা করে জমা করলে ১৫ বছরে তা হয়ে উঠবে ৫১ লক্ষ টাকা ৷ পিপিএফে চক্রবৃদ্ধি হারেই সুদ পাওয়া যায় জমা রাশির ওপরে ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই সরকারি যোজনায় টাকা রাখলে ১৫ বছরে ৫১ লক্ষ টাকার মালিক হতে পারেন আপনি