One Nation One Ration Card|PMGKAY: খাদ্য সচিবের বড় বয়ান, November-এর পরেও ৮০ কোটি মানুষের বিনামূল্যে রেশন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Central Government|One Nation One Ration Card|Free Ration|PMGKAY|Business|Bhai Dooj|Narendra Modi Government|Chhat Puja 2021: বিনামূল্যে চাল-গম পেতেই থাকবেন জনতা?
advertisement
1/6

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Pradhanmantri Garib Kalyan Yojana) অর্থাৎ PMGKAY-এর অন্তর্গত নভেম্বরের পরেও দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদের জন্য বিনা পয়সায় রেশন দেওয়া হবে কি (Will free ration continued after November 30, 2021)? প্রতীকী ছবি ৷
advertisement
2/6
এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে জানিয়েছেন নভেম্বরের পরে বিনামূল্যে রেশন (One Nation One Ration Card) দেওয়ার কর্মসূচি জারি করার কোনও রকমের প্রস্তাব নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
সুধাংশু পান্ডে জানিয়েছেন যে আস্তে আস্তে আর্থিক অবস্থা শুধরাতে শুরু করেছে ফলে বিনামূল্যে রেশন দেওয়ার বিষয়টি প্রসারিত করার কোনও প্রস্তাব নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhanmantri Garib Kalyan Yojana) ঘোষণা মার্চে শুরু হয়েছে ৷ প্রাথমিক ভাবে এই যোজনা শুরু হয়েছিল এপ্রিল-জুন ২০২০-এ ৷ পরবর্তী সময়ে এই প্রকল্পটি সম্প্রসারণ করা হয়েছে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত ৮০ কোটিরএ বেশি মানুষ প্রতি মাসে ৫ কিলো চাল ও গমের সঙ্গে সঙ্গে ১ কেজি সাবান, ছোলা পরিবারগুলিকে বিনামূল্যে দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
৮০ কোটি রেশন কার্ড ধারকদের জন্য বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য সামগ্রীর সঙ্গে রেশন দোকানে উল্লিখিত খাদ্য সামগ্রী এক্কেবার বিনামূল্যে রেশন (One Nation One Ration Card) সামগ্রী দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
One Nation One Ration Card|PMGKAY: খাদ্য সচিবের বড় বয়ান, November-এর পরেও ৮০ কোটি মানুষের বিনামূল্যে রেশন?