One Nation One Ration Card: কাজটি আবশ্যিক! বাড়িতে নতুন সদস্যের এন্ট্রি? এই ভাবেই করুন রেশন কার্ড আপডেট
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
One Nation One Ration Card|Ration Card|Ration Card Update|Central Government Project|Ration Card Utility|Omicron cases|Coronavirus Update|Business: রেশন কার্ড আপডেটের নিয়মাবলী এক নজরে দেখে নিন
advertisement
1/11

দৈনন্দিন জীবনে রেশন কার্ডের গুরুত্ব অত্যন্ত বেশি শুধুই পরিচয় পত্র হিসাবেই নয় রেশন কার্ড আসলে এমন এক প্রয়োজনীয় নথি য়ার সাহায্যে বিভিন্ন সরাকির সুযোগ সুবিধা পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
যদি পরিবারে কোনও নতুন ব্যক্তি বা সদস্যের আগমন হয়ে থাকে সেক্ষেত্রে তাঁর নাম রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
যেমন কোন ওবাড়িতে বিয়ে হলে নতুন বউয়ের নামে রেশন করাড করতে হয় ৷ যদি আগের থেকে তাঁর রেশন কার্ড (One Nation One Ration Card) থাকে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির ঠিকানায় কার্ডটি স্থানান্তর করতে হয়, নইলে কার্ড না থাকলে নতুন করে আবেদন করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
এবার জেনে নেওয়া যাক রেশন কার্ডে (Ration Card) পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
যদি বিয়ের পরে পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করতে হয় সেক্ষেত্রে সবার আগে কার্ড আপডেট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
মহিলা সদস্য হলে সদস্যের কার্ডের স্বামী নাম (Husband's Name) অন্তর্ভুক্ত করতে হয় আধার কার্ডে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
শিশুর নাম জুড়তে গেলে বাবার নাম (Father's Name) দিতে হয় ৷ আধার কার্ড আপডেট করা হলে সংশোধিত আধার কার্ড নিয়ে খাদ্য দফতরে রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
বাড়িতে বাচ্চার জন্ম (Children Name) হলে তাঁর আধার কার্ড প্রস্তুত করতে হবে ৷ তার জন্ম প্রমাণপত্র প্রয়োজন ৷ তারপরেই আধার কার্ডে (Aadhaar Card) নাম তুলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
উপরে উল্লিখিত বিবরণ অনলাইনেও আবেদন করতে পারেন ৷ সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আবেদনপত্র কার্যালয়ে জমা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
বাড়িতে বসেও নতুন সদস্যের নাম জোড়ার ক্ষেত্রে আবেদন করা য়েতে পারে ৷ এর জন্য নির্দিষ্ট রাজ্যের খাদ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
সংশ্লিষ্ট রাজ্যের ক্ষেত্রে যদি অনলাইনে অবেদন করার সুবিধা থাকে সেক্ষেত্রে আর কোনও সমস্যা হবেনা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
One Nation One Ration Card: কাজটি আবশ্যিক! বাড়িতে নতুন সদস্যের এন্ট্রি? এই ভাবেই করুন রেশন কার্ড আপডেট