বাম্পার সুযোগ! 'এই' বিশেষ কয়েন, নোট থাকলেই রাতারাতি কোটিপতি! জানুন 'সঠিক' নিয়ম...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Old Coins Business: আপনার কাছেও যদি পুরনো নোট বা কয়েন থাকে, তাহলে ভুলেও ফেলে দিতে যাবেন না। অনলাইনে এইগুলি বিক্রি করে আপনিও হতে পারেন কোটিপতি। আজ আমরা বিস্তারিতভাবে এর পদ্ধতি ব্যাখ্যা করতে যাচ্ছি এই প্রতিবেদনে।
advertisement
1/12

আপনার কাছে কি এই বিশেষ মুদ্রা এবং নোট আছে? অনলাইনে এসব কয়েন ও নোট বিক্রি করে আপনিও কিন্তু নেমেছে হতে পারেন কোটিপতি। জেনে নিন কী ভাবে
advertisement
2/12
আপনার কাছেও যদি পুরনো নোট বা কয়েন থাকে, তাহলে ভুলেও ফেলে দিতে যাবেন না। অনলাইনে এইগুলি বিক্রি করে আপনিও হতে পারেন কোটিপতি। আজ আমরা বিস্তারিতভাবে এর পদ্ধতি ব্যাখ্যা করতে যাচ্ছি এই প্রতিবেদনে।
advertisement
3/12
আমাদের বাড়িতে প্রায়ই অনেক পুরনো মুদ্রা বা নোট রাখা থাকে, যেগুলিকে আমরা অকেজো মনে করি এবং কাউকে দিয়ে দেওয়ার কথাও ভাবি।
advertisement
4/12
আজ আপনিও যদি এভাবে চিন্তা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল করবেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে এই কয়েন এবং নোটের সাহায্যে আপনি আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন সহজেই।
advertisement
5/12
আসলে, অনেকেই পুরানো মুদ্রা এবং নোট সংগ্রহের শৌখিন। এর জন্য তাঁরা কাঙ্খিত অর্থ দিতে প্রস্তুত থাকেন।
advertisement
6/12
অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় করা যেতে পারে এই নোট বা কয়েন : পুরনো কয়েন এবং নোট ক্রয়-বিক্রয়ের জন্য এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে (ওল্ড কয়েন নোট বিজনেস), যেখানে আপনি পুরনো কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ এবং কোটি টাকা উপার্জন করতে পারেন।
advertisement
7/12
আজ আমরা আপনাকে এমন দুটি অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি, যেগুলি ব্যবহার করে আপনি নিমেষে মালামাল হতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্ল্যাটফর্মগুলিতে আপনার পণ্য বিক্রি করার জন্য আপনাকে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। আপনি আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে এই ফোন নম্বরগুলিতে নিবন্ধন করতে পারেন।
advertisement
8/12
কুইকারে কয়েন বিক্রি করুন পুরনো কয়েন এবং নোট বিক্রি করতে, আপনি Quikr অ্যাপ বা পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন। এই অ্যাপটি আপনি সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
advertisement
9/12
একবার নিবন্ধিত হয়ে গেলে, আপনি যে মুদ্রা বা নোট (ওল্ড কয়েন নোট বিজনেস) বিক্রি করতে চান তার ফটো আপলোড করতে হবে। এর পরে, সেই কয়েন এবং নোটগুলি কিনতে ইচ্ছুক ক্রেতারা নিজে থেকেই আপনার ইমেল বা ফোন নম্বরের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবেন।
advertisement
10/12
Coinbazzar.com আপনি চাইলে Coinbazzar.com ওয়েবসাইটে গিয়ে আপনার পুরনো কয়েন বা নোট (ওল্ড কয়েন নোট বিজনেস) বিক্রি করতে পারেন। আপনি এই সাইটের অ্যাপটিও ডাউনলোড করতে পারেন।
advertisement
11/12
এখানেও রেজিস্ট্রেশন পদ্ধতি Quikr এর মতোই। আমাদের মনে রাখতে হবে সব কয়েন ও নোটের মূল্য আলাদা। উদাহরণস্বরূপ, কয়েন যত পুরনো, তার দাম তত বেশি।
advertisement
12/12
আর যদি 786 নম্বরের মতো একটি পুরানো চিহ্ন বা কোনও ট্রাক্টর থাকে নোটের গায়ে তবে এর দাম লাখ থেকে কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলেই জানাচ্ছে পুরোনো কারেন্সির বাজার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাম্পার সুযোগ! 'এই' বিশেষ কয়েন, নোট থাকলেই রাতারাতি কোটিপতি! জানুন 'সঠিক' নিয়ম...