Ola Cab| একধাক্কায় ১৪০০ কর্মী ছেঁটে দিল এই অ্যাপ ক্যাব সংস্থা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

করোনা ভাইরাস ও লকডাউনের জেরে একের পর এক সংস্থা কর্মী ছাঁটাই করছে৷ ইতিমধ্যেই ভারতে একাধিক স্টার্ট-আপ হাজার হাজার কর্মী ছেঁটে ফেলেছেন৷ কেউ কেউ আবার কর্মীদের বেতন কমিয়ে দিচ্ছে একলাফে ৫০ শতাংশ পর্যন্ত৷
advertisement
2/5
এবার কর্মীছাঁটাইয়ের পথে অ্যাপ বেসড ক্যাব সংস্থা Ola৷ সংস্থাটি একলাফে ১৪০০ কর্মীকে ছেঁটে দিল৷ ওলা-র সিইও ভাবীশ আগরওয়াল জানিয়েছেন, দু মাসে Ola-র রেভিনিউ পড়ে গিয়েছে ৯৫ শতাংশ৷ এই সিদ্ধান্তটি নেওয়া ছাড়া উপায় ছিল না৷
advertisement
3/5
দেশজুড়ে লকডাউনের জেরে অ্যাপ ক্যাব প্রায় বন্ধ৷ জরুরি ভিত্তিতে কিছু রাজ্যে ক্যাব চালানো হলেও সেটা সংখ্যায় বেশ অল্প৷ করোনার ভয়ে মানুষও ক্যাব বুক করা থেকে যতটা সম্ভব দূরেই থাকছে৷
advertisement
4/5
ওলা-র সিইও কর্মীদের একটি চিঠিতে লিখেছেন, 'দুর্ভাগ্যবশত, করোনা ভাইরাসের জেরে অভূতপূর্ব আর্থিক সঙ্কট দেখা দিয়েছে৷ বিশ্ব আগের অবস্থায় এখনই ফিরবে বলে মনে হচ্ছে না৷'
advertisement
5/5
তবে সংস্থার সিইও এটাও জানিয়েছেন, একবারেই যা ছাঁটাই করার ছাঁটা হল৷ এরপর করোনার জন্য আর কাউকে ছাঁটা হবে না৷ যে সব কর্মীকে ছাঁটা হল, তাঁদের নোটিস পিরিয়ড ছাড়াও ৩ মাসের বেতন দিয়ে দিচ্ছে সংস্থা৷