৩০ দিনে ডুবেছে ৬ লক্ষ কোটি, গত ৯ বছরে রেকর্ড ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার
Last Updated:
advertisement
1/5

বিশ্বব্যাঙ্কের রিপোর্টে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে বড়সড় সাফল্য পেয়েছে ভারত । ৭৭ থেকে ২৩ এ উঠে এসেছে ভারতের নাম । তবে এই খবরে অর্থনীতি কতটা চাঙ্গা হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও অক্টোবর মাস কিন্তু বিনিয়োগকারীদের জন্য মোটেই ভাল ছিল না । (ছবি: সংগৃহীত)
advertisement
2/5
গত ৯ বছরে সবচেয়ে ক্ষতি হয়েছে চলতি বছরের অক্টোবর মাসে। বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কারণেই প্রতিদিনই ওঠানামা করেছে শেয়ার বাজার । আর এই সমস্ত কারণেই গত মাসে শেয়ার বাজারে ক্ষতি হয়েছে প্রায় ৬ লক্ষ কোটি টাকা। (ছবি: সংগৃহীত)
advertisement
3/5
অক্টোবর মাসে নিফটি ও বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক উঠেছিল যথাক্রমে ৫৪৪ ও ১,৮০০ পয়েন্ট । ওই মাসেই প্রায় ৪.৯৩ শতাংশ হারে পতন হয় সেনসেক্সের । ২০০৯ সালের পর আবার এটাই ছিল সর্বাধিক ক্ষতি । ২০০৮ সালে ২৫ শতাংশ হারে ক্ষতির মুখে পড়েছিল শেয়ার বাজার । ২০০৯ সালেও ক্ষতির হার ছিল প্রায় ৭.২ শতাংশ। (ছবি: সংগৃহীত)
advertisement
4/5
বিএসই নথিভুক্ত কোম্পানিগুলি অক্টোবর মাসে ৬ লক্ষ কোটি টাকা আর্থিক ক্ষতির মোকাবিলা করেছে । ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিএসই কোম্পানিগুলি প্রায় ১৪৪.৮৬ লক্ষ কোটি টাকা লাভ করেছিল, যা গত অর্থবর্ষে ছিল ১৩৮.৪৫ লক্ষ কোটি টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
5/5
বিএসই কোম্পানিগুলির ৬০ শতাংশই তাদের শেয়ারে ক্ষতির শিকার হয়েছে। ১৮ শতাংশ কোম্পানির ক্ষতির হার ছিল ২০-৬০ শতাংশের মধ্যে । বেশ কয়েকটি নামজাদা সংস্থা ৬৫ শতাংশ ক্ষতির সম্মুখীনও হয়। (ছবি: সংগৃহীত)