NPS Rule Change: ১ জুলাই থেকে বদলে গেল NPS-এর নিয়ম, কী বিশেষ সুবিধা পাবেন দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
NPS Rule Change: কেন এই নিয়ম চালু করা হল?
advertisement
1/6

১ জুলাই থেকে বদলে গেল এনপিএস-এ নিয়ম। এতে সরাসরি উপকৃত হবেন গ্রাহকরা। চালু হল T+0 সেটলমেন্ট রুল। নতুন নিয়মে, গ্রাহক যদি নিষ্পত্তির দিনে সকাল ১১ টার মধ্যে অবদান রাখেন তাহলে তা একই দিনে বিনিয়োগ করা হবে এবং গ্রাহকরা ওই দিনই NAV সুবিধা পাবেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই নিয়ম চালু করেছে।
advertisement
2/6
এতদিন ট্রাস্টি ব্যাঙ্কে জমা পড়া অবদান পরের দিন বিনিয়োগ করা হত। অর্থাৎ আজ অবদান জমা পড়লে সেটা বিনিয়োগ হবে আগামীকাল। এটাকে বলা হয় T+1 সেটলমেন্ট। এবার সেটাই বদলে অবদান জমা করার দিন বিনিয়োগ করা হবে। এটাই T+0 সেটলমেন্ট। গ্রাহকদের অবিলম্বে সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য নোডাল অফিস এবং এনপিএস ট্রাস্টকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি।
advertisement
3/6
কেন এই নিয়ম চালু করা হল? মিউচুয়াল ফান্ডের সঙ্গে টক্কর দিতেই এনপিএসে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৩টে পর্যন্ত মিউচুয়াল ফান্ডে করা বিনিয়োগ একই দিনে এনএভি সুবিধা পায়। যেদিন বাজার পড়ে সেদিন আরও বেশি ইউনিট কেনার জন্য বিনিয়োগ করেন বিনিয়োগকারীরা। একই দিনে নিষ্পত্তি কার্যকর করার ফলে এনপিএস-ও মিউচুয়াল ফান্ডের মতোই আকর্ষণীয় বিনিয়োগ বিকল্প হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি একটি বিবৃতিতে জানিয়েছে, যে কোনও নিষ্পত্তির দিনে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ডি-রেমিটেড অবদান ইতিমধ্যেই একই দিনে বিনিয়োগ করা হত।
advertisement
5/6
এখন সকাল ১১ টা পর্যন্ত প্রাপ্ত ডি-রেমিটেড অবদানও ওই দিনই প্রযোজ্য এনএভি-এর সঙ্গে বিনিয়োগ করা হবে। দেশে ইপিএস ৯৫ স্কিমের এমন লক্ষাধিক সদস্য রয়েছেন যাঁরা পেনশন পাওয়ার জন্য টানা ১০ বছর ক্রমাগত অবদান রাখার নিয়ম থাকা সত্ত্বেও মাঝপথে স্কিম থেকে বেরিয়ে আসেন।
advertisement
6/6
প্রসঙ্গত, ২০২৩-২৪ সালে বেসরকারি খাতের ৯৪৭,০০০ গ্রাহক এনপিএসে বিনিয়োগ করেছেন। AUM বছরে ৩০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৭৩ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে ২০২৪ পর্যন্ত এনপিএসের মোট গ্রাহক সংখ্যা ১৮০ মিলিয়ন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
NPS Rule Change: ১ জুলাই থেকে বদলে গেল NPS-এর নিয়ম, কী বিশেষ সুবিধা পাবেন দেখে নিন