নিয়ম বদলানোর পরও এটিএম থেকে এইভাবে ২০০০০ টাকার বেশি তুলতে পারবেন গ্রাহকরা
Last Updated:
advertisement
1/4

সম্প্রতি এটিএম থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল এনেছিল স্টেট ব্যাঙ্কে ৷ এটিএম থেকে দিনে ২০,০০০ টাকার বেশি তোলা যাবে না বলে জানানো হয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ৷ কিন্তু স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে সুখবর ৷ স্টেট ব্যাঙ্কের এমডি পি কে গুপ্ত এসবিআই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে জানিয়েছে ফ্রড আটকানোর জন্য এই নিয়ম জারি করা হয়েছে ৷ কিন্তু যারা দিনে ২০০০০ টাকার বেশি তুলতে চান তাহলে ব্যাঙ্ক থেকে হাই লিমিট ডেবিট কার্ড ৷
advertisement
2/4
এসবিআই ক্লাসিক ডেবিট কার্ডে আগে প্রতিদিনের লিমিট ছিল ৪০০০০ টাকা যা কমিয়ে করা হয়েছে ২০০০০ টাকা ৷ এটিএম ফ্রড আটকানোর ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয়েছে ৷
advertisement
3/4
SBI Global International Debit Card, SBI Gold International Debit Card, SBI Platinum International Debit Card, sbiINTOUCH Tap & Go Debit Card, SBI Mumbai Metro Combo Card এই সমস্ত হাই লিমিট কার্ড থাকলে আপনি এটিএম থেকে ২০০০০ টাকার বেশি তুলতে পারবেন ৷
advertisement
4/4
এছাড়াও ব্যাঙ্কের তরফে সকলকে ম্যাগস্ট্রিপ এটিএম কার্ড বদলে EVM চিপ ডেবিট কার্ড নেওয়ার কথা বলা হয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
নিয়ম বদলানোর পরও এটিএম থেকে এইভাবে ২০০০০ টাকার বেশি তুলতে পারবেন গ্রাহকরা