Tata-র বাম্পার স্কিম, মাত্র ১০০ টাকায় সোনায় বিনিয়োগ করতে পারবেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দুর্দান্ত এই অফার নিয়ে এসেছে টাটা গ্রুপ ৷
advertisement
1/7

সোনায় বিনিয়োগ সবচেয়ে সুরক্ষিত বলেই মনে করা হয় ৷ যুদ্ধ বা অন্য কোনও কারণের জেরে বা করোনার মতো পরিস্থিতিতে সোনার দাম হু হু করে বাড়তে থাকে ৷ সাধারণত সোনায় বিনিয়োগ অর্থাৎ গয়না বা কয়েন হিসেবে জমা করা হত ৷
advertisement
2/7
কিন্তু সময় বদলেছে ৷ আর তার সঙ্গে সঙ্গে বদলেছে মানুষের বিনিয়োগ সংক্রান্ত ভাবনা চিন্তা ৷ সঙ্গে বদলেছে বিনিয়োগের পদ্ধতিও ৷ এখন আপনি মাত্র ১০০ টাকা দিয়ে সোনায় বিনিয়োগ শুরু করতে পারবেন ৷ আর এই দুর্দান্ত অফার নিয়ে এসেছে টাটা গ্রুপ ৷
advertisement
3/7
টাটা গ্রুপের ‘তনিষ্ক’ ব্র্যান্ড দেশের টপ জুয়েলারি ব্র্যান্ডের মধ্যে একটি ৷ কিন্তু আপনি সোনার গয়না কিনতে না চাইলে, শুধু বিনিয়োগ করতে চাইলে তনিষ্ক এর জন্যেও বিশেষ সুবিধা দিয়ে থাকে ৷ এখানে মাত্র ১০০ টাকায় সোনায় বিনিয়োগ করতে পারবেন ৷
advertisement
4/7
টাটা-র ডিজিটাল গোল্ড স্কিম-
advertisement
5/7
টাটা গ্রুপ তাদের তনিষ্ক ব্র্যান্ডের মাধ্যমে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করার সুবিধা দিয়ে থাকে ৷ তনিষ্কের শোরুমের পাশাপাশি তাদের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে বিনিয়োগ করা যেতে পারে ৷ এই ডিজিটাল গোল্ড স্কিমে মাত্র ১০০ টাকা দিয়ে সোনায় বিনিয়োগ শুরু করা যেতে পারে ৷ এটা ২৪ ক্যারেট সোনার মতো হয় কিন্তু শুধু ডিজিটাল ফর্মে হয় ৷
advertisement
6/7
আপনার যদি লংটার্মে গয়না বানানোর পরিকল্পনা থাকে তাহলে এই স্কিম আপনার জন্য লাভবান হতে পারে ৷ ডিজিটাল গোল্ডের একটা সুবিধা হল গয়না রাখার জন্য আলাদা করে লকার ভাড়া দিতে হবে না ৷ আপনি ডিজিটাল গোল্ড যে কোনও সময় অনলাইনে বিক্রি করতে পারবেন ৷
advertisement
7/7
বিক্রির টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে ৷ এছাড়া ডিজিটাল গোল্ড আপনি তনিষ্কের শোরুমে ফুল ভ্যালুতে এক্সচেঞ্জ করে গয়না কিনতে পারবেন৷