দারুণ খবর ! টাকা জমা বা তোলার ক্ষেত্রেই নয়, বিনামূল্যে ATM কার্ডের ৮ পরিষেবা সরাসরি
Last Updated:
এটিএম কার্ডের সাহায্যে একাধিক মুশ্কিল আসান
advertisement
1/11

ATM কার্ডের সাহায্যে শুধুই টাকা তোলা বা ব্যালান্স চেকের মত কাজ নয় ৷ ATM কার্ডের মাধ্যমে গ্রাহকেরা নানান কাজ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
ব্যাঙ্কে অযথা সময় কাটানোর দিন শেষ ৷ লম্বালাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রান হতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
ATM কার্ডের সাহায্যে ফিক্সড ডিপোজিট, আয়কর প্রদান, প্রতিবেশীর ATM কার্ডে টাকা জমা দেওয়া, বিমার পলিসি প্রদান, ঋণের আবেদন, ক্যাশ ট্রান্সফার, বিল মেটানো, ট্রেনের টিকিট কাটা থেকে সব নিত্য প্রয়োজনীয় কাজ ATM এর মাধ্যমে করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
ফিক্সড ডিপোজিট : ATM কার্ডের সাহায্যে ফিক্সড ডিপোজিট করার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ মেনুতে নির্দেশিত পদক্ষেপ অনুসরণ করতে হবে ৷ যতক্ষণ না কাজটি সম্পন্ন হয় ততক্ষণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
আয়কর প্রদান : দেশের বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক ATM এর মাধ্যমে আয়কর জমা দেওয়ার বিশেষ সুবিধা রয়েছে ৷ এর মধ্যে অগ্রিম কর, সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, নিয়মিত নির্ধারণের পরে কর মেটাতে হয় ৷ ATM এর মাধ্যমে কর জমা দেওয়ার সুবিধা পেতে সবার আগে নথিভুক্ত করতে হবে ৷ অ্যাকাউন্ট থেকে টাকা কাটার পরে ATM-এর মাধ্যমে সাইন করার সুযোগ আসবে ৷ এর ২৪ ঘণ্টা পরে ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে ৷ যেখানে সাইন ইন নম্বর প্রয়োগ করতে হবে ৷ একই সঙ্গে মুদ্রিত চালান পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
বিমার পলিসি প্রদান : এলাআইসি (LIC), এইচডিএফসি (HDFC), এসবিআই (SBI) এর মত বিমা সংস্থার সঙ্গে ব্যাঙ্কের একটি মধ্যস্থতা রয়েছে ৷ এরফলে গ্রাহকেরা ATM এর সাহায্যে প্রিমিয়াম দেওয়ার সুবিধা পান ৷ এর জন্য পলিসি ধারকের পলিসি নম্বর হাতের কাছে রাখতে হবে ৷ ATM-এর বিল বিভাগে গিয়ে সংস্থার নাম নির্বাচন করতে হবে ৷ এরপরে পলিসি নম্বর এন্টার করে জন্ম তারিখ দিতে হবে ৷ এরপরে প্রিমিয়ামের টাকার অঙ্কটি বসাতে হবে, করতে হবে কনফার্ম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
প্রতিবেশীর ATM কার্ডে টাকা জমা দেওয়ার সুযোগ : অনেক বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ক্যাশ জমা দেওয়ার মেশিন বসানো হয়েছে একবারে ৪৯,৯০০ টাকা জমা দেওয়ার মত সুবিধা থাকছে ৷ এই সমস্ত মেশিনে ২,০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার নোট জমা কারা সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
ঋণ আবেদন : ATM কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন আবেদন করা সম্ভব ৷ এর জন্য পোন ব্যাঙ্কিং বা ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই ৷ বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক ATM-এর মাধ্যমে গ্রাহকদের প্রিঅ্যাপ্রুভড লোনের সুবিধা প্রদান করে ৷ সেই টাকা এটিএমের মাধ্যেই পাওয়া যায় ৷ লোনের টাকার অঘঙ্ক নিশ্চিত হয় গ্রাহকের ঋণ প্রদানের ক্ষমতার উপর নির্ভর করেই ৷ এই জন্য গ্রাহকের লেনদেনের বিস্তারিত বিবরণ, অ্যাকাউন্ট ব্যালান্স, বেতনের বিস্তারিত বিবরণ ডেবিট বা ক্রেডিট কার্ডের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
ক্যাশ ট্রান্সফার : নেট ব্যাঙ্কিং ছাড়াই ATM কার্ডের সাহায্যে ট্রান্সফার করা যেতে পারে ৷ যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ একবারে ৪০,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে ৷ একদিনে বারেবারে টাকা ট্রান্সফার করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
বিল মেটানো : টেলিফোন, ইলেকট্রিকের বিল, রান্নার গ্যাসের টাকা ATM-এর সাহায্যে মেটানো যাবে ৷ বিল মেটানোর আগে ওয়েবসাইটে প্রথমবার নথিভুক্ত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
ট্রেনের টিকিট বুক : ATM কার্ডের সাহায্যে বুক করা যাবে ট্রেনের টিকিটও ৷ দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক SBI ATM কার্ডের সাহায্যে ট্রেনের টিকিট বুক করলে বিশেষ সুবিধা পেয়ে তাকেন গ্রাহকেরা ৷ এই সুবিধা তখনই পাওয়া যাবে যখন কোনও গ্রাহক দুরপাল্লার সংরক্ষিত টিকিট কাটবেন ঠিক তখনই ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দারুণ খবর ! টাকা জমা বা তোলার ক্ষেত্রেই নয়, বিনামূল্যে ATM কার্ডের ৮ পরিষেবা সরাসরি