LIC থেকে কাঙ্ক্ষিত রিটার্ন মিলছে না? পলিসি চালিয়ে যাবেন না কি বন্ধ করে দেবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পলিসি চালিয়ে যাওয়া ঠিক হবে না কি ক্ষতির সঙ্গে বেল আউট করা-ই ভাল বিকল্প?
advertisement
1/6

এলআইসি নিয়ে নানা দ্বিধা কাজ করছে বর্তমানে অনেকের মনেই। অলক মহাপাত্রের কথাই যেমন ধরা যাক। তাঁর ২৯ বছর বয়স। ছয় বছর আগে মা-বাবার জোরাজুরিতে একটি এলআইসি পলিসি শুরু করেন তিনি। ২৫ বছরের মেয়াদে প্রতি মাসে ৩ হাজার টাকা প্রিমিয়াম জমা দেন। ৭টি পলিসির জন্য পলিসি বিমাকৃত অর্থ হল এক লাখ।
advertisement
2/6
এখন এলআইসি এজেন্ট বলছেন ২.৫ লাখ টাকা রিটার্ন পাবেন তিনি। কিন্তু অলক এখনও পর্যন্ত ২.৫ লাখ টাকার প্রিমিয়াম জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে রিটার্ন থেকে লাভবান হবেন কি না সেই প্রশ্ন দেখা দিচ্ছে। ফলে এবার পলিসি বাতিল করে সেই টাকা অন্য কোথাও বিনিয়োগ করা-ই কি উচিত হবে? পলিসি চালিয়ে যাওয়া ঠিক হবে না কি ক্ষতির সঙ্গে বেল আউট করা-ই ভাল বিকল্প?
advertisement
3/6
বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার দুটি দিক রয়েছে। যৌক্তিক – পলিসি নিয়ে কী করা উচিত তা নির্ধারণ করা, আর্থিক পরিকল্পনা এবং সুরক্ষার অন্যান্য পদক্ষেপগুলি নিশ্চিত করা। আবেগ – কীভাবে লোকসান সামলানো যায় তা বিচার করা। এখন কোন বিকল্পটি গ্রহণ করা উচিত সেটা দেখে নেওয়া যাক।
advertisement
4/6
প্রথম ধাপ: প্রথমেই একটা মোটা টাকার টার্ম ইনস্যুরেন্স পলিসি করাতে হবে। আবেদন করার সময় অবশ্যই বিদ্যমান জীবন বিমা পলিসির উল্লেখ করতে হবে। এটি সাধারণত বিমাকারীর দেওয়া মেয়াদের কভার কমায় না।
advertisement
5/6
দ্বিতীয় ধাপ: এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সহজ। কিন্তু এরপর কোথায় বিনিয়োগ করা ভাল হবে, সেটাও ভেবে রাখতে হবে। সেটা কি মিউচুয়াল ফান্ড? বেশিরভাগ বিশেষজ্ঞই সাবধান করে দেন, মিউচুয়াল ফান্ডে ঝুঁকি আছে। রিটার্নের কোনও নিশ্চয়তা নেই। দীর্ঘমেয়াদে লক্ষ্য পূরণের জন্য কোথায়, কতটা বিনিয়োগ করা উচিত সেটাও মাথায় রাখতে হবে। পাশাপাশি বাজারের ঝুঁকি মোকাবিলায় কৌশল নির্ধারণও গুরুত্বপূর্ণ। তাই বিশেষজ্ঞরা বলছেন, পলিসি থেকে বেরিয়ে আসার আগে পর্যাপ্ত লাইফ কভার-সহ সঠিক আর্থিক পরিকল্পনা করা উচিত।
advertisement
6/6
তৃতীয় ধাপ: এই পলিসি থেকে কোনও লাভ পাওয়া যাচ্ছে না। সেটা বোঝা গিয়েছে। তাই আর প্রিমিয়াম দেওয়ার কোনও মানে নেই। এখন ৩টি বিকল্প আছে- ১) প্রিমিয়াম দেওয়া বন্ধ করা কিন্তু পলিসিটিকে ‘পেইড আপ’ করে চালিয়ে যাওয়া। ২) পলিসি বন্ধ করে দেওয়া। ৩) পলিসি চালিয়ে যাওয়া।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC থেকে কাঙ্ক্ষিত রিটার্ন মিলছে না? পলিসি চালিয়ে যাবেন না কি বন্ধ করে দেবেন দেখে নিন!