TRENDING:

ক্রেডিট কার্ডের 'লেট ফি' থেকে স্বস্তি! নতুন RBI নিয়মে বদল আসছে বিল পেমেন্টে, জানুন কী ভাবে মিলবে সুবিধা

Last Updated:
Credit card late fees ক্রেডিট কার্ড বিল দিতে দেরি হলে আর অযৌক্তিক লেট ফি নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নিয়মে আসছে বড় পরিবর্তন। ভাল করে জেনে নিন।
advertisement
1/7
ক্রেডিট কার্ডের 'লেট ফি' থেকে স্বস্তি! নতুন RBI নিয়মে বদল আসছে বিল পেমেন্টে, জানুন কী ভাবে
ক্রেডিট কার্ড বিল দিতে দেরি হলে লেট ফি গুনতে হয়—এই চিন্তা থেকে অবশেষে স্বস্তি মিলছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সাল থেকে ক্রেডিট কার্ডের লেট ফি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মে ব্যাঙ্ক লেট ফি ধার্য করতে পারবে ঠিকই, তবে তা হবে সীমিত, স্বচ্ছ ও যুক্তিযুক্ত।
advertisement
2/7
নতুন নিয়ম অনুযায়ী, বিলের নির্ধারিত তারিখের পর কমপক্ষে তিন দিন পর্যন্ত ‘গ্রেস পিরিয়ড’ থাকবে। এই সময়সীমার মধ্যে বিল পরিশোধ করলে কোনও অতিরিক্ত লেট ফি ধার্য করা যাবে না। তাছাড়া, যে পরিমাণ টাকা বকেয়া থাকবে, লেট ফি তার অনুপাতে ধার্য করা হবে — অর্থাৎ অযৌক্তিক বা অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
advertisement
3/7
ব্যাঙ্কগুলির গ্রাহকদের আগেভাগে জানাতে হবে—কোনও পরিবর্তন হলে তার অন্তত এক মাস আগে লিখিত নোটিস দিতে হবে। এছাড়া, অনলাইন লেনদেনের নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
4/7
এই পরিবর্তনগুলির মূল লক্ষ্য হল ক্রেডিট কার্ড গ্রাহকদের অপ্রয়োজনীয় ফি ও জরিমানার বোঝা থেকে মুক্ত রাখা এবং আর্থিক নিরাপত্তা জোরদার করা। আরবিআই-এর এই নতুন নিয়ম শুধু আর্থিক সুরক্ষা নয়, ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে <strong>সময়মতো পেমেন্টের অভ্যাস</strong> গড়ে তুলতেও সাহায্য করবে। 
advertisement
5/7
গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে, প্রতি মাসে নিজের ক্রেডিট কার্ড বিল নিয়মিত পরীক্ষা করতে, ন্যূনতম অর্থ বা সম্পূর্ণ বিল সময়মতো পরিশোধ করতে, এবং সম্ভব হলে অটো-পেমেন্ট সিস্টেম চালু রাখতে।
advertisement
6/7
এতে কেবল লেট ফি এড়ানো যাবে না, বরং ক্রেডিট স্কোরও ভালো থাকবে। সময়মতো পেমেন্ট মানে ভবিষ্যতে ঋণ বা লোন নেওয়ার সময়ও সুবিধা।
advertisement
7/7
নতুন নিয়ম কার্যকর হলে, দেশের লক্ষ লক্ষ ক্রেডিট কার্ড ব্যবহারকারী সরাসরি উপকৃত হবেন। অযথা জরিমানা বা ফি আর ধার্য হবে না। একইসঙ্গে, বিল প্রদানের প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, সহজ ও নিরাপদ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ক্রেডিট কার্ডের 'লেট ফি' থেকে স্বস্তি! নতুন RBI নিয়মে বদল আসছে বিল পেমেন্টে, জানুন কী ভাবে মিলবে সুবিধা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল