চাকরিজীবীদের জন্য New Wage Code নিয়ে বিশাল আপডেট! ২৫ হাজার টাকা বেসিক বেতন হলেই পাবেন ১.১৬ কোটি টাকা, Cash in Hand সব থেকে বড় তথ্য
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
New Wage Code: চাকরিজীবীদের জীবনে ব্যাপক পরিবর্তন হবে
advertisement
1/13

২০২২-এ নিউ ওয়েজ কোড চালু করার কথা হচ্ছে আশাও করা হচ্ছে ৷ কেননা ৯০ শতাংশ রাজ্যই খসড়াপ্রস্তুত করে ফেলেছে ৷ এই নতুন ওয়েজ কোড নিয়ে বেশ চর্চা চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
নতুন ওয়েজ কোডে Cost to Company (CTC) নিয়ে তুমুল ভাবে চর্চা চলছে ৷ যদি এই নিয়ম চালু হয়ে থাকে বেসরকারি ক্ষেত্রে যাঁরা চাকরি করছেন তাঁদের টেক হোম বেতন (Take Home Salary), প্রভিডেন্ট ফান্ড (PF) ও গ্র্যাচুইটি (Gratuity)-তে বড়সড় পরিবর্তন আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
বিশেষজ্ঞরা মনে করছেন এরপর থেকে মাসে কম টাা হাতে পাবেন কর্মীরা ৷ প্রভিডেন্ট ফান্ডে বাড়বে জমা টাকার পরিমাণ ৷ অবসরের পরে বেশি টাকা পাবেন ৷ একনজরে দেখে নেওয়া যাক পুরো পাটিগণিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
জি বিজনেস সূত্রে জানতে পারা গিয়েছে নতুন ওয়েজ কোড অনুযায়ী যদি কোনো ব্যক্তির বেসিক বেতন ২৫ হাজার টাকা হয়ে থাকে বছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি হলে অবসরের সময়ে ইপিএফে টাকা ১,১৬,৬২,৩৬৬ টাকা হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
ফলে প্রভিডেন্ট ফান্ডে টাকা বেড়ে যাবে ৷ যদি কারও মাসিক বেতন ৫০ হাজার টাকা কিন্তু তিননি পাচ্ছেন ১৫ হাজার টাকা ৷ তিনি অবসরের পরে পাবেন ৬৯,৯৭,৪১১ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
কোনও সংস্থার পক্ষ থেকে কর্মীদের জন্য খরচ করাকেই Cost to Company (CTC) বলা হয়ে থাকে ৷ আর এটাই কর্মীদের প্যাকেজ হয়ে থাকে ৷ এর ভিতরেই মাসিক বেসিক পে, ভাতা ও রিইমবার্সমেন্ট সংযুক্ত থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
বছরের হিসাবে গ্র্যাচুইটি, অ্যানুয়াল ভেরিয়েবেল পে, অ্যানুয়াল বোনাস এর অন্তর্গত ৷ সিটিসির টাকা কর্মীদের কেটে ছেটে হাতের পাওয়া টাকার মূল্য একই হয়না ৷ Cost to Company (CTC)-তে বেশ কিছু কম্পোন্যান্ট থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
CTC = গ্রস বেতন + পিএফ + গ্র্যাচুইটি ৷ বেসিক স্যালারি EPF Calculator New Wage Code: যেকোনও কর্মীর বেস আয় হয়ে থাকে ৷ PF Calculator New Wage Code: কোনও ট্যাক্স না কেটে ভাতা ও বেসিক স্যালারি জুড়ে যেটি হয়ে থাকে তাকেই গ্রস স্যালারি বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
এর অন্তর্গত বোনাস, ওভার টাইম, হলিডে পে ও অন্য ভাতা এর অন্তর্গত কিন্তু তা কখনই টেক হোম স্যালারি নয় ৷ Gross Salary = বেসিক স্যালারি+HRA+অন্যান্য ভাতা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
Net Salary = Basic Salary + HRA + ভাতা- আয়কর - EPF - Professional Tax, কোন কোন ভাতা এর অন্তর্গত হাউজ রেন্ট অ্যালাউন্সে ঘর ভাড়া হিসাবে ভাতা দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
LTA : LTA কর্মীদের ঘরোয়া যাত্রার ক্ষেত্রে প্রদেয় খরচ ৷ এর মধ্যে খাবার খরচ, হোটেলে থাকার খরচ অন্তর্ভুক্ত করা থাকেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
মহার্ঘ ভাতা, ডিএ জীবিকার সঙ্গে সংযুক্ত ভাতা ৷ জিনিসপত্রের মূল্যের বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি হয় নির্দিষ্ট সময় পর পর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
স্পেশ্যাল অ্যালাউন্স, মেডিক্যাল অ্যালাউন্স বা ইনসেনটিভও রয়েছে ৷ এছাড়াও এই ভাতা সংযুক্ত আছে ৷ New Wage Code: বিশেষজ্ঞরা মনে করেন ৷ বেশ কিছু সংস্থা কর্মীদের চিকিৎসা, ফোনের খরচ, খবর কাগজের খরচের টাকা রিইমবার্সমেন্টের ব্যবস্থা আছে ৷ এই টাকা বেতনের থেকে আলাদা ভাবে পাবেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চাকরিজীবীদের জন্য New Wage Code নিয়ে বিশাল আপডেট! ২৫ হাজার টাকা বেসিক বেতন হলেই পাবেন ১.১৬ কোটি টাকা, Cash in Hand সব থেকে বড় তথ্য