LPG Quota|| এলপিজির নতুন নিয়ম, বছরে কটা সিলিন্ডার পাবেন গ্রাহকরা? মাসের জন্য কোটাও নির্ধারিত
- Published by:Shubhagata Dey
Last Updated:
New rule LPG customers: নতুন নিয়ম অনুযায়ী, এ বার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন।
advertisement
1/5

*আর যত খুশি নয়। এবার থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র ২টি সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সিলিন্ডার পাওয়ার জন্য মাস বা বছরের কোনও কোটা নির্ধারণ করা হয়নি। প্রতীকী ছবি।
advertisement
2/5
*এই বিষয়ে মানিকন্ট্রোলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন এক বছরে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা হল ১২টি। এর বেশি সিলিন্ডার কিনলে ভর্তুকি পাওয়া যাবে না। বাকি সিলিন্ডারগুলি গ্রাহকদের ভর্তুকি ছাড়াই কিনতে হবে। প্রতীকী ছবি।
advertisement
3/5
*এই কারণে নতুন নিয়ম তৈরি হল: প্রতিবেদনে বলা হয়েছে সিলিন্ডার বণ্টনের জন্য সফটওয়্যারে পরিবর্তন আনা হয়েছে। তাই বদল এসেছে নিয়মেও। তবে আরও একটি কারণ রয়েছে। সেটাই মূল বিষয়। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বাণিজ্যিক সিলিন্ডারের তুলনায় ঘরোয়া ব্যবহারের জন্য ভর্তুকিহীন সিলিন্ডারের সাম কম। এই সুযোগকে কাজে লাগিয়েই ব্যাপক কালোবাজারি চলছিল। তাতে লাগাম পরাতেই নতুন নিয়ম আনল কেন্দ্র। বেঁধে দেওয়া হল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা। পাশাপাশি জানিয়ে দেওয়া হল, তার বেশি নিলে ভর্তুকি মিলবে না। ফলে দাম পড়বে একই। প্রতীকী ছবি।
advertisement
4/5
*সিলিন্ডারের দম বাড়তে পারে: সরকার প্রতি ৬ মাসে একবার গ্যাসের দাম নির্ধারণ করে। সেটা সাধারণত ১ এপ্রিল এবং ১ অক্টোবরই হয়। এ ছাড়া সিএনজির দামও বাড়ানো হতে পারে। এলপিজি এবং সিএনজি শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি। প্রতীকী ছবি।
advertisement
5/5
*বাণিজ্যিক সিলিন্ডার সস্তা ছিল: গত মাসে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমিয়ে ১,৯৭৬.৫০ টাকা করা হয়েছিল। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মে মাস থেকে এই নিয়ে মোট চার বার দাম কমে এলপিজির। সব মিলিয়ে সিলিন্ডার প্রতি ৩৭৭.৫০ টাকা দাম কমেছে। এ ছাড়া ঘরোয়া রান্নায় ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে কোনও বড়সড় পরিবর্তন হয়নি। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Quota|| এলপিজির নতুন নিয়ম, বছরে কটা সিলিন্ডার পাবেন গ্রাহকরা? মাসের জন্য কোটাও নির্ধারিত