এক ধাক্কায় কমল অনেক জিনিসের দাম! কোন কোন জিনিসের দাম কতটা কমল? দেখে নিন তালিকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
GST New rate: ২২ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার থেকে কার্যকর হতে চলেছে নয়া জিএসটি নীতি। এর জেরে বহু জিনিসের দাম কমবে রাত পোহালেই। নয়া জিএসটি নীতিতে তিনটি স্ল্যাব থাকবে।
advertisement
1/6

 ২২ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার থেকে কার্যকর হতে চলেছে নয়া জিএসটি নীতি। এর জেরে বহু জিনিসের দাম কমবে রাত পোহালেই। নয়া জিএসটি নীতিতে তিনটি স্ল্যাব থাকবে।
advertisement
2/6
 ৫% স্ল্যাব — প্রয়োজনীয় পণ্যের জন্য।১৮% স্ল্যাব – বেশিরভাগ অন্যান্য পণ্য এবং পরিষেবার জন্য।৪০% স্ল্যাব – বিলাসবহুল এবং পাপ পণ্য যেমন তামাক, অ্যালকোহল, বাজি এবং অনলাইন গেমিং।
advertisement
3/6
 আপনার জন্য কি সস্তা হতে পারেনিত্য প্রয়োজনীয় জিনিস: অনেক গৃহস্থালির পণ্য, বর্তমানে ১২% করের আয়তায় রয়েছে, সোমবার থেকে তা ৫% স্ল্যাবে স্থানান্তরিত করা হবে। এর মধ্যে রয়েছে:
advertisement
4/6
 টুথপেস্ট, সাবান এবং শ্যাম্পু।প্যাকেজ করা খাবার যেমন বিস্কুট, স্ন্যাকস এবং জুস।দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি এবং কনডেন্সড মিল্ক।সাইকেল এবং স্টেশনারি।একটি নির্দিষ্ট মূল্য পয়েন্টের নিচে পোশাক এবং জুতা।
advertisement
5/6
 গাড়ির দাম বড় অঙ্কের কমতে পারে। ছোট গাড়ির জিএসটি (ইঞ্জিনের আকার ১,২০০ সিসির নিচে) ২৮% স্ল্যাব থেকে থেকে ১৮% স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে দাম কমবে দুই চাকার গাড়িরও।
advertisement
6/6
 জিএসটির সবচেয়ে বড় লাভ হতে পারে বিমা সংক্রান্ত পরিষেবায়। বর্তমানে বিমার প্রিমিয়ামে ১৮% GST রয়েছে, আগামিকাল থেকে তা জিএসটির বাইরে চলে যাচ্ছে। যার ফলে বিপুল খরচ কমতে পারে বিমা সংক্রান্ত পরিষেবায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এক ধাক্কায় কমল অনেক জিনিসের দাম! কোন কোন জিনিসের দাম কতটা কমল? দেখে নিন তালিকা
