TRENDING:

২২ সেপ্টেম্বর থেকেই বদলে যাবে দাম! কোন জিনিসের কেমন দাম হতে পারে? ফর্দ দেখে মিলিয়ে নিন

Last Updated:
advertisement
1/13
আগামী সোমবার থেকেই বদলে যাবে দাম! কোন জিনিসের কেমন দাম হতে পারে?
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে দুর্গাপুজো আর দেবীপক্ষের শুরু হতেই পুজোর মুখে হাসি চওড়া হতে চলেছে সাধারণ মানুষের। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হতে চলেছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমে যাওয়ার কথা। ইতিমধ্যেই মারুতি এবং মাদার ডেয়ারি জানিয়ে দিয়েছে দাম কমার কথা ঘোষণা করেছে। ফলে সোমবার থেকেই জিনিস কেনার সময় নজর রাখতে হবে কোন জিনিসের দাম কমতে চলেছে।
advertisement
2/13
উপভোক্তা বিষয়ক দফতর কোম্পানিগুলিকে নির্দেশিকা পাঠালেও বিভিন্ন শপিং মল বা স্থানীয় দোকানগুলির ক্ষেত্রে তা নথিভুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে নজর রাখতে হবে আপনাকেই। নতুন বিধি অনুসারে, উৎপাদক, প্যাকার এবং আমদানিকারক নতুন দামের লেবেল লাগাতে পারেন। এবং তা আগামী ২২ সেপ্টেম্বরের আগেই করে ফেলতে হবে। ফলে নতুন এবং পুরনো দুটো দামই আপনি দেখতে পাবেন।সোমবার থেকে কী হতে চলেছে?
advertisement
3/13
২২ সেপ্টেম্বর থেকে জিএসটির মাত্র দু'টি স্তর থাকবে। অধিকাংশ সামগ্রীকেই মূলত ৫ এবং ১৮ শতাংশের স্ল্যাব বা স্তরে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত বিলাস সামগ্রী জিএসটি ধরা হচ্ছে ৪০ শতাংশ। তামাক ও তামাকজাত পণ্যে ২৮ শতাংশ এবং সেস জোড়া হবে। ফলে এখন যে ৫,১২, ২৮ শতাংশের স্তর রয়েছে তা অবলুপ্ত করা হয়েছে।
advertisement
4/13
কোন কোন জিনিসের দাম কমতে পারেদাম কমতে পারে বলপয়েন্ট পেন, ফাউন্টেন পেন, মার্কার এবং অন্যান্য স্কুল এবং লেখার সামগ্রীর। এবার থেকে ১৮ শতাংশ জিএসটি ধরা হবে। স্কুল ব্যাগ, স্কুলের ছোট থলি সবই ১৮ শতাংশ জিএসটির অন্তর্গত।
advertisement
5/13
অন্যদিকে, স্কুলে ব্যবহৃত চকে কোনও জিএসটি রাখা হচ্ছে না। আগে এই সামগ্রীতে ১২% জিএসটি ছিল।
advertisement
6/13
ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবনবিমায় কোনও জিএসটি রাখা হচ্ছে না।
advertisement
7/13
দুগ্ধজাত পণ্য মাখন, ঘি, চিজ এবং ডেয়ারির স্প্রেডের জিএসটি রাখা হয়েছে ৫%।
advertisement
8/13
৩৩টি জীবনদায়ী ওষুধের উপরে কোনও জিএসটি আরোপ করা হচ্ছে না।
advertisement
9/13
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও নতুন জিএসটির প্রভাব পড়তে চলেছে। যেমন বাসনপত্র, চুলের তেল, শ্যাম্পু, পেস্ট, সাবান, টুথ ব্রাশ, দাড়ি কামানোর ক্রিমকে রাখা হয়েছে ৫%-এর আওতায়।
advertisement
10/13
কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র যেমন- ট্রাক্টরের টায়ার এবং যন্ত্রাংশ, ট্রাক্টর, ১২টি নির্দিষ্ট জৈব কীটনাশক এবং সারকে ৫%-এর আওতায় আনা হয়েছে।বৈদ্যুতিন সামগ্রী যেমন এসি, মনিটর ও প্রজেক্টর্স, ছোট গাড়ি ও মোটর সাইকেলকে ১৮ শতাংশের স্তরের মধ্যে রাখা হয়েছে।
advertisement
11/13
পান মশলা, নরম পানীয়, প্যাকেট করা ফলের রসে ৪০ শতাংশ জিএসটি।
advertisement
12/13
প্যাকট করা নোনতা খাবার, ভুজিয়া ও চানাচুরের জিএসটি হতে চলেছে ৫ শতাংশ।
advertisement
13/13
ফিডিং বটল, বেবি ন্যাপকিন ও ক্লিনিক্যাল ডায়াপার ১২ থেকে ৫ শতাংশ হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
২২ সেপ্টেম্বর থেকেই বদলে যাবে দাম! কোন জিনিসের কেমন দাম হতে পারে? ফর্দ দেখে মিলিয়ে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল