TRENDING:

New Business Opportunity: উন্নত প্রজাতির কলা চাষ করে মোটা টাকা রোজগারের সুবর্ণ সুযোগ, দিশা মিনাখাঁয়

Last Updated:
New Business Opportunity: কম খরচে ভাল ফলন ও লাভজনক হওয়ায় চিরাচরিত ভিত্তিক কলা চাষ ছেড়ে এবার উন্নত প্রজাতির কলা চাষে লাভের দিশা দেখছেন।
advertisement
1/9
উন্নত প্রজাতির কলা চাষ করে মোটা টাকা রোজগারের সুবর্ণ সুযোগ, দিশা মিনাখাঁয়
<span style="color: #800080;"><strong>উত্তর ২৪ পরগনা:</strong> </span>উন্নত প্রজাতির কলা চাষ করে লাভের দিশা মিনাখাঁয়। কম খরচে ভাল ফলন ও লাভজনক হওয়ায় চিরাচরিত ভিত্তিক কলা চাষ ছেড়ে এবার উন্নত প্রজাতির কলা চাষে লাভের দিশা দেখছেন উত্তর ২৪ পরগনা জেলার মিনাখার কৃষকরা। রিপোর্টিং <span style="color: #800080;"><strong>জুলফিকার মোল্লা</strong></span>, প্রতীকী ছবি ৷
advertisement
2/9
দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে টিসু জাতীয় কলা বা জি৯ কলা। এক সময় এলাকায় চিরাচরীতে চাষ প্রথা অনুযায়ী বিভিন্ন দেশীয় কলা চাষ হলেও বর্তমানে চাষীরা এই সব কলা চাষ ছেড়ে জি ৯ প্রজাতির টিসু কালচারের কলা চাষ করে চলেছেন। প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এর কারণ হিসেবে জানা যায়, উচ্চ ফলনশীল অধিক রোগ প্রতিরোধী এই কলা খেতে যেমন সুস্বাদু তেমনি কলা গাছ রোপনের ছয় আট মাসের মধ্যেই ফলন চলে আসে। প্রতীকী ছবি ৷
advertisement
4/9
অন্যান্য জাতের কলার তুলনায় এই জাতের কলা গাছে কলার পরিমাণও বেশি হয়। এছাড়াও এই কলা গাছে রোগব্যাধি কম হয়। প্রতীকী ছবি ৷
advertisement
5/9
অনেক সময় এক একটি কলার কাঁধির দৈর্ঘ্য প্রায় ৩- ৪ ফুট লম্বা হয়। একটি কাঁধিতে কলা ফলে আছে প্রায় ১৫০-২০০ টি কলা পাওয়া যায়। প্রতীকী ছবি ৷
advertisement
6/9
টিস্যু কালচারের মাধ্যেমে উৎপাদিত জি-৯ জাতের উচ্চ ফলনশীল কলা চাষ করে সাড়া ফেলেছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবন এলাকায় বাড়িতেই পতিত জমিতে এই জাতের কলার চাষ করেছেন জগদীশ দাস। প্রতীকী ছবি ৷
advertisement
7/9
জাতের কলার ফলন বেশি, সুস্বাধু । তাই এ জাতের কলা চাষ করে অধিক লাভবান হতে পারেন কৃষকরা। সাধারণ জাতের কলায় যেখানে কাধিতে ৬০ থেকে ১২০টি কলা পাওয়া যায়, সেখানে উচ্চফলনশীল এ জাতের কলায় এক কাধি থেকে ১৫০-২০০ কিংবা তার অধিক ফলন পাওয়া যায়। প্রতীকী ছবি ৷
advertisement
8/9
শুরুতে এটি দেখতে সবুজ হলেও পাকার পর হলুদ রংয়ের হয়। যা দেখতে সাগর কলার মত। এটি বেশি দিন সংরক্ষণ করা যায়। জেলায় জি-৯ জাতের উচ্চফলনশীল জাতের কলা চাষ অনেকটাই নতুন। এ কলা চাষ খুব লাভজনক। প্রতীকী ছবি ৷
advertisement
9/9
চারা সংগ্রহ থেকে শুরু করে জমি প্রস্তত করে একটি বার চারা রোপন করলেই ব্যাস। এই প্রজাতির গাছে তেমন রোগ বালাই হয়না। তবে একটু উঁচু স্থানে এই প্রজাতির কলা গাছ রোপন করা ভাল। এই ধরনের কলা চাষ করে অনেক বেকার যুবকও স্বনির্ভর হতে পারবেন। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Opportunity: উন্নত প্রজাতির কলা চাষ করে মোটা টাকা রোজগারের সুবর্ণ সুযোগ, দিশা মিনাখাঁয়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল