New Business Idea : বাড়িতে বসে এই সহজ ব্যবসা করুন, টাকা লাগবে নাম মাত্র! লাভে ফুলেফেঁপে উঠবেন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
New Business Idea: ব্যস্ত এই প্রজন্মের কাছে সহজে এই জিনিস হাতে তুলে দিতে পারলেই কেল্লাফতে।
advertisement
1/5

হাতে পুঁজি একদম কম? কিন্তু দারুন লাভজনক একটা ব্যবসা করতে চান? রইল বহু প্রাচীন একটি ব্যবসার সন্ধান। সহজে আয় হবে হাজার হাজার টাকা। বাড়িতে বসে এই ব্যবসা করছেন গৃহবধূ সুদীপ্তা দাস। তিনি জানিয়েছেন বিস্তারিত।
advertisement
2/5
তবে এই ব্যবসা করতে হলে আপনার বাড়ি কোনও পবিত্র নদীর আশপাশে হলে বেশি সুবিধা। কারণ কথা হচ্ছে পুজোর জলের ব্যবসা নিয়ে। হিন্দু ধর্মে গঙ্গাজল যেকোনও পুজোয় অপরিহার্য। কিন্তু সবসময় গঙ্গা বা পবিত্র নদী থেকে জল সংগ্রহ করে আনা সকলের পক্ষে সম্ভব হয় না।
advertisement
3/5
তাই ব্যস্ত এই প্রজন্মের কাছে সহজে পুজোর জল হাতে তুলে দিতে পারলেই কেল্লাফতে। এর জন্য আপনার বিভিন্ন মাপের কিছু ফাঁকা বোতল কিনতে হবে। চাইলে তাতে আপনার সংস্থার নাম লেভেলিং করতে পারেন। খুব সহজে আপনি অনলাইন থেকে পাইকারি রেটে এই বোতল কিনতে পারবেন।
advertisement
4/5
বোতলে ভরে সেই গঙ্গাজল আপনি স্থানীয় এলাকার দশকর্মার দোকানগুলিতে পাঠিয়ে দিন। পুজোর সামগ্রী বিক্রি হয়, এমন দোকানের সঙ্গে যোগাযোগ করুন। তাছাড়াও বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মাধ্যমেও গঙ্গাজল বিক্রির সুযোগ রয়েছে আপনার কাছে।
advertisement
5/5
তবে ব্যবসার শুরুতেই প্রচুর লাভের আশা করবেন না। প্রথমদিকে দাম কিছুটা কম রাখুন। ধৈর্য ধরে এই ব্যবসা করতে পারলে আপনার ব্যবসা ফুলেফেঁপে উঠবে। ছোট-বড় বিভিন্ন মাপের গঙ্গা জলের বোতল বিক্রি করে আপনার আয় হবে ব্যাপক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea : বাড়িতে বসে এই সহজ ব্যবসা করুন, টাকা লাগবে নাম মাত্র! লাভে ফুলেফেঁপে উঠবেন