TRENDING:

New Business Ideas: শুকনো পাতা বিক্রি করেই হচ্ছে বিপুল আয়! এই ব্যবসার রহস্য জানলে অবাক হবেন নিশ্চিত

Last Updated:
New Business Ideas: এই পাতা অন্য কোনও পাতা নয়। এটি হল রান্না ঘরের অতি পরিচিত তেজপাতা।
advertisement
1/5
শুকনো পাতা বিক্রি করেই হচ্ছে বিপুল আয়! এই ব্যবসার রহস্য জানলে অবাক হবেন নিশ্চিত
জেলা কোচবিহারের সীমান্ত লাগোয়া মহকুমা দিনহাটা। এই দিনাহটার গ্রাম্য এলাকার বেশকিছু মানুষ একটি শুকনো পাতা বিক্রি করছেন। আর এভাবেই তাঁরা আর্থিক মুনাফা অর্জন করছেন ভাল পরিমাণে। এই পাতা অন্য কোনও পাতা নয়। এটি হল রান্না ঘরের অতি পরিচিত তেজপাতা।
advertisement
2/5
দিনহাটার বাঁশতলা এলাকার কয়েকজন ব্যক্তি বেশ কিছুটা সময় ধরে এই তেজপাতা বিক্রি করছেন। আর বেশ অনেকটাই লাভবান হচ্ছেন তাঁরা। জেলার বিভিন্ন এলাকা থেকে এই পাতা সংগ্রহ করেন তাঁরা। তারপর সেটি শুকিয়ে কুইন্টাল প্রতি দামে বিক্রি করে লাভ গুনছেন তাঁরা।
advertisement
3/5
তেজপাতা ব্যবসায়ী ওসমান মিঞা জানান, "প্রত্যেক বাড়ির রান্নাঘরে এই পাতা থাকবেই। তাই এই পাতার চাহিদা বাজারে রয়েছে অনেকটা। তাই এই পাতার ব্যবসা শুরু করেন তাঁরা বেশ কিছুটা সময় আগে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জায়গা থেকে এই গাছের ডাল কেটে নিয়ে আসেন তাঁরা। তারপর সেখান থেকে পাতা আলাদা করে শুকিয়ে বস্তাবন্দি করে বিক্রি করেন তাঁরা মহাজনের কাছে। এতে লাভ থাকে বেশ অনেকটাই। অন্য ব্যবসার চাইতে এতে হয়তো অনেকটা সময় লাগে। তবে একবার ব্যবসা শুরু করলে ধীরে ধীরে লাভ বাড়তে শুরু করে।"
advertisement
4/5
তিনি আরও জানান, "টোটো নিয়ে জেলার বিভিন্ন এলাকা, এমনকি সীমান্ত এলাকা থেকেও এই গাছের ডাল সংগ্রহ করেন তাঁরা। এক একটি গাছ ৩০০ থেকে ৪০০ টাকা দামে কেনেন তাঁরা। তারপর সেই গাছটির ডাল কেটে নিয়ে আসেন। এরপর ডাল থেকে পাতা আলাদা করে তিনদিন রোদে শুকিয়ে তৈরি হয় এই পাতা তৈরি হয় বিক্রির জন্য। সবশেষে মহাজনের কাছে বস্তাবন্দি করে কুইন্টাল হিসেবে তাঁরা এই পাতা বিক্রি করেন। এতে সমস্ত খরচ বাদ দিয়েও ভাল টাকা মুনাফা থাকে। ফলে এই ব্যবসায় লাভ করা সম্ভব সহজেই।"
advertisement
5/5
বর্তমান সময়ে এই শুকনো পাতা বিক্রি করেই লাভের মুখ দেখছেন এই ব্যক্তিরা। যদি কোনোও ব্যক্তি এই ব্যবসা করতে চান তবে সেক্ষেত্রে লাভ পাওয়া সম্ভব সহজেই। তবে শুরুতেই লাভ হবে না। কিছুদিন করার পর থেকে এই ব্যবসার লাভ বুঝতে পারবেন ব্যবসায়ী। তাই রান্না ঘরের অতি পরিচিত এই পাতার ব্যবসা করেও ভাল টাকা এই করা সম্ভব এটুকু নিশ্চিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: শুকনো পাতা বিক্রি করেই হচ্ছে বিপুল আয়! এই ব্যবসার রহস্য জানলে অবাক হবেন নিশ্চিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল