TRENDING:

New Business Ideas: ২০৩৫ সালে ভারতে জাঁকিয়ে বসবে এই ৫ ব্যবসা, মোটা আয় করতে চাইলে প্ল্যানিং করুন এখন থেকেই

Last Updated:
New Business Ideas: যদি আগামী দিনে কোন জিনিসের জনপ্রিয়তা এবং চাহিদা বেশি থাকবে, তা জেনে ব্যবসা শুরু করা যেতে পারে, তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/7
২০৩৫ সালে ভারতে জাঁকিয়ে বসবে এই ৫ ব্যবসা, মোটা আয় করতে চাইলে প্ল্যানিং করুন এখন থেকেই
চাকরি মাস গেলে একটা নির্দিষ্ট অঙ্কের বেতনের নিশ্চয়তা দেয়। কিন্তু তার পরেও চাকরি নিয়ে অনেকেই নানা অসুবিধার দিক তুলে ধরেন। প্রথমত, বেতন বাড়লেও তা মুদ্রাস্ফীতির সঙ্গে সেভাবে পাল্লা দিতে পারে না, যদি না সেই বেতনের পরিমাণ লাখ টাকার উপরে হয়। দ্বিতীয়ত, যে কোনও সময়ে কাজ চলে যাওয়ার ঝুঁকিও থাকে। কোভিডকাল সে কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
advertisement
2/7
অনেকেই তাই স্বাবলম্বিতা এবং মোটা মুনাফার লক্ষ্যে ব্যবসার দিকে ঝুঁকছেন আজকাল। প্রথাগত ব্যবসা তো রয়েছেই, তবে বর্তমানে স্টার্ট আপ জনপ্রিয়তার শিখরে নিজের জায়গা করে নিয়েছে। সরকার থেকেও এর জন্য ভর্তুকি পাওয়া যায় কোনও কোনও ক্ষেত্রে। তবে, ব্যবসা দেওয়াটা কোনও বড় ব্যাপার নয়। ব্যবসা শুরু করা খুবই সহজ ব্যাপার হলেও সেটা চালানো এবং টিকিয়ে রাখা খুবই মুশকিল। এর জন্য যে কোনও ব্যবসা শুরু করার আগে জানা প্রয়োজন আগামী দিনে বাজারে কোন জিনিসের চাহিদা বেশি থাকতে পারে।
advertisement
3/7
যদি আগামী দিনে কোন জিনিসের জনপ্রিয়তা এবং চাহিদা বেশি থাকবে, তা জেনে ব্যবসা শুরু করা যেতে পারে, তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আমরা এমনই ৫টি ব্যবসার আইডিয়া দিতে যাচ্ছি, যা আগামী দিনে খুবই লাভদায়ক প্রমাণিত হতে পারে।
advertisement
4/7
এআই এবং অটোমোশন সার্ভিসেস - এআই প্রতিটি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে। যেমন - হেলথ, এডুকেশন, বিজনেস, এগ্রিকালচার ইত্যাদি। তাই ভবিষ্যতে এআই কনসাল্টিংয়ের ব্যবসা শুরু করে মোটা টাকা উপার্জন করা যেতে পারে।গ্রিন এনার্জি - ভারত সরকার ২০৩০ সালের মধ্যে নেট-জিরোর জন্য প্রস্তুত হয়েছে। তাই ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি সোয়াপিং, সোলার প্যানেল ইত্যাদি ব্যবসা শুরু করে ভাল টাকা উপার্জন করা যেতে পারে।
advertisement
5/7
স্মার্ট রিয়েল এস্টেট: তরুণ পেশাদারদের মধ্যে ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যের এবং আধুনিক বাড়ির চাহিদা বাড়বে। তাই এতে ২-১০ লাখ টাকার বিনিয়োগ করে ভাল আয় করা যেতে পারে।
advertisement
6/7
ওয়েলনেস এবং মেন্টাল হেলথ: স্ট্রেস, হতাশা এবং সাধারণ রোগ ক্রমাগত বাড়ছে। তাই একটি মেন্টাল হেলথ ক্লিনিক খুলে ভাল টাকা উপার্জন করা যেতে পারে।
advertisement
7/7
অর্গানিক এগ্রি বিজনেস: মানুষ স্বাস্থ্যকর এবং জৈব খাদ্য গ্রহণের দিকে বেশি ঝুঁকছে। তাই এই ধরনের শস্য চাষ করে ভাল অর্থ উপার্জন করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: ২০৩৫ সালে ভারতে জাঁকিয়ে বসবে এই ৫ ব্যবসা, মোটা আয় করতে চাইলে প্ল্যানিং করুন এখন থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল