New Business Idea: আর করতে হবে না চাকরি...! বাড়িতেই করুন এই ব্যবসা, রাতারাতি হবেন 'মালামাল', একবার লোকে জানলে আর কোনওদিন ক্রেতারা অভাব হবে না
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
New Business Idea: আপনি যদি বাড়িতে বসে একটি ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে নতুন বছরে এই ব্যবসা দিয়ে হাতেখড়ি করুন খুব কম পুজিতে এ মাসে মোটা টাকা রোজগার করা অসম্ভব নয়। ব্যবসা পদ্ধতি জানলে ঘরে বসেই মালামাল হয়ে যাবেন আপনি। যত নিত্যনতুন ধরনের গ্রাফিক্স তৈরি করতে পারবেন, ততই ক্রেতাদের নজর পড়বে।
advertisement
1/5

আপনি যদি বাড়িতে বসে একটি ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে নতুন বছরে এই ব্যবসা দিয়ে হাতেখড়ি করুন খুব কম পুজিতে এ মাসে মোটা টাকা রোজগার করা অসম্ভব নয়। ব্যবসা পদ্ধতি জানলে ঘরে বসেই মালামাল হয়ে যাবেন আপনি। এই ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন উৎপল দাস। তিনিই জানিয়েছেন উপায়।
advertisement
2/5
ঘরে বসে আপনি শুরু করতে পারেন গ্রাফিক্স টি-শার্ট তৈরির ব্যবসা। শুধুমাত্র টি-শার্ট নয়, একইসঙ্গে আপনি প্রিন্টেড কফি মাগ, বিভিন্ন ফটো ফ্রেম, প্রিন্টেড কুশন, এমনকি প্রিন্টেড কি-রিং ও তৈরি করতে পারবেন।
advertisement
3/5
তবে এর জন্য আপনাকে প্রথমেই একটি 3D প্রিন্টিং মেশিন কিনতে হবে। যেটি আপনি অনলাইন এবং অফলাইন থেকে কিনতে পারবেন। মেশিনটির দাম পড়বে মোটামুটি ১৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। যদিও আপনি উন্নত মানের আরও বড় মেশিনে কিনতে পারেন। সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে বেশি।
advertisement
4/5
এছাড়াও আপনাকে বেশ কিছু কাঁচামাল কিনতে হবে। যেমন টি-শার্ট তৈরি করতে চাইলে, টি-শার্ট কিনতে হবে। যেগুলিতে আপনি নিজস্ব গ্রাফিক্স তৈরি করবেন। এছাড়াও কফি মাগ বা অন্য কিছুতে প্রিন্ট করতে চাইলে, সেই কাঁচামালগুলি কিনতে হবে। প্রিন্ট করার জন্য প্রিন্টিং পেপারগুলি আপনাকে কিনতে হবে। এই কাঁচামালগুলি আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন।
advertisement
5/5
আপনি যত নিত্য-নতুন ধরনের গ্রাফিক্স তৈরি করতে পারবেন, ততই ক্রেতাদের নজর পড়বে। আপনার তৈরি প্রোডাক্টগুলি বিভিন্ন দোকানে দিতে পারেন। সরাসরি তুলে দিতে পারেন ক্রেতাদের হাতে। এছাড়াও অনলাইন ই-কমার্স ওয়েবসাইটগুলিতেও আপনার তৈরি প্রোডাক্ট ভাল দামে বিক্রি করতে পারবেন। আপনার তৈরি প্রোডাক্ট বিক্রির জন্য অনলাইন মার্কেটিং করলে, ক্রেতার সংখ্যা হু হু করে বাড়বে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: আর করতে হবে না চাকরি...! বাড়িতেই করুন এই ব্যবসা, রাতারাতি হবেন 'মালামাল', একবার লোকে জানলে আর কোনওদিন ক্রেতারা অভাব হবে না