New Business Idea: এই স্কিমের আওতায় দেশি মুরগির ব্যবসাতে ৫০% ভর্তুকি দিচ্ছে সরকার; জানুন কী করতে হবে
- Published by:Salmali Das
- local18
Last Updated:
চিফ ভেটেরিনারি অফিসার ডা. মনোজ কুমার আগরওয়াল লোকাল নিউজ18-কে বলেন যে, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে কৃষকদের আয় বাড়াতে হাঁস-মুরগি পালনকে উৎসাহিত করছে।
advertisement
1/9

কেন্দ্রীয় সরকার কৃষকদের পোলট্রি করায় উৎসাহিত করছে। বর্তমানে সরকারও কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে। ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার মুরগি পালনের জন্য কৃষকদের বিশেষ ছাড় দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দেশীয় জাতের মুরগি পালনের জন্য কৃষকদের দেওয়া হচ্ছে।
advertisement
2/9
চিফ ভেটেরিনারি অফিসার ডা. মনোজ কুমার আগরওয়াল লোকাল নিউজ18-কে বলেন যে, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে কৃষকদের আয় বাড়াতে হাঁস-মুরগি পালনকে উৎসাহিত করছে।
advertisement
3/9
কৃষকরা ৫০টি জাতের দেশি মোরগের সঙ্গে ১০০০টি জাতের দেশি মুরগি পালন করতে পারেন। যার জন্য পুরো প্রকল্পের মূল্য ৫০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। এই ব্যবসা করলে কৃষকরা ৫০% পর্যন্ত ভর্তুকি পাবেন।
advertisement
4/9
ডা. মনোজ কুমার আগরওয়াল জানান যে, পোলট্রি চাষের এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের বিভাগের উদ্যম মিত্র ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইন ফর্ম পূরণ করতে হবে। হাঁস-মুরগি পালনের এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের পোলট্রি চাষের একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
advertisement
5/9
এছাড়া কৃষকের এক একর জমি থাকাও জরুরি। জমিতে কোনও ধরনের পূর্বকালীন ঋণ থাকলে তাঁরা সাহায্য পাবেন না। যে সকল কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড চালু রয়েছে তাঁরাও মুরগি পালন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
advertisement
6/9
কোনও কৃষকের নিজস্ব জমি না থাকলে তিনি ১০ বছরের জন্য রেজিস্টার্ড করা জমি লিজে নিয়ে হাঁস-মুরগি পালন করতে পারেন। তিনি আরও জানিয়েছেন যে, পোলট্রি ফার্মিং স্কিমের সুবিধা পেতে, কৃষককে অনলাইনে ৫০ লক্ষ টাকার একটি প্রকল্পের রিপোর্ট জমা দিতে হবে।
advertisement
7/9
এরপর ভেটেরিনারি বিভাগের টিম তদন্ত করে ওই রিপোর্ট উচ্চতর প্রতিনিধিদের কাছে জমা দেবেন। ফর্ম পূরণের পর তা সংশ্লিষ্ট ব্যাঙ্কে পাঠানো হবে। এরপর ব্যাঙ্ক তার নিজস্ব শর্তে কৃষককে ঋণ দেবে।
advertisement
8/9
ডা. মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, ৫০ লক্ষ টাকার স্কিমে একজন কৃষকের অংশ থাকবে ৫ লক্ষ টাকা এবং ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়ার বাধ্যবাধকতা থাকবে৷
advertisement
9/9
কৃষক ২৫% টাকা খরচ করার পরে, অর্ধেক ছাড়ে টাকা কৃষকের অ্যাকাউন্টে জমা হবে। প্রকল্পের কাজ শেষ হলে, অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তি হিসেবে কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: এই স্কিমের আওতায় দেশি মুরগির ব্যবসাতে ৫০% ভর্তুকি দিচ্ছে সরকার; জানুন কী করতে হবে