National Stock Exchange: আগামী ১০-১৫ দিনে টাকা পয়সার বৃষ্টি! ৫ স্টকেই কোটিপতি বিনিয়োগকারীরা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
National Stock Exchange: ৫টি স্টকেই আগামী ১০-১৫ দিনের মধ্যেই মালামাল বিনিয়োগকারীরা
advertisement
1/9

আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পাঁচটি শেয়ারে টাকা পয়সার বৃষ্টি হতে পারে ৷ এই সময়ে বাজার দুরন্ত তাই ঠিক সঠিক পথে বিনিয়োগ করলে লাভের লাভই হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পাঁচটি শেয়ারে টাকা পয়সার বৃষ্টি হতে পারে ৷ এই সময়ে বাজার দুরন্ত তাই ঠিক সঠিক পথে বিনিয়োগ করলে লাভের লাভই হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
Bajaj Finserv শেয়ারের দাম ১,৮৫৫ টাকা স্তর পার ১,৮২৬-১,৮৫৭ টাকার রেঞ্জে কিনতে পারেন ১,৯৫০ টাকার টার্গেট ও ১,৮০৫ টাকার টপলস হিসাবে ধরা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
Britannia Industries শেয়ারের ৬,১০৯ টাকার স্তর থেকে ৬,০৯৯ টাকার রেঞ্জে কেনার ক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ৷ টার্গেট ৬,২৫০ ও টপলস ৬,০৬০ টাকা থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
ICICI Bank-এর শেয়ারে ১,২৫২ টাকা স্তরে ১,২৪৪ টাকার স্তরে কিনতে পারেন ৷ ১,২৮৫ টাকার টারগেট, ১,২১৮ টাকার স্পল দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
এইচডিওএফসির সিকিউরিটির জন্য আলাদা ১০দিন Rain Industries কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
১৮২-১৭৬ টাকার রেঞ্জে কেনার পরামর্শ দিয়েছেন ৷ ১৯৪ টাকার টার্গেট ও ১৭৩ টাকার টপলস করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
ব্রোকারেজ Mankind Pharma-এর শেয়ার ২,৫২১-২,৪৮০ টাকার রেঞ্জে কিনতে পারেন ৷ ২,৬৫০ টাকা টারগেট ও ২.৪২০ টাকা টপলস ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Disclaimer: প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে টাকা পয়সা বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। News18.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
National Stock Exchange: আগামী ১০-১৫ দিনে টাকা পয়সার বৃষ্টি! ৫ স্টকেই কোটিপতি বিনিয়োগকারীরা