TRENDING:

বদলে যেতে চলছে দুটি ব্যাঙ্কের নাম, দেখে নিন আপনার অ্যাকাউন্ট ও টাকার কী হবে ?

Last Updated:
এবার তিনটি ব্যাঙ্ক মার্জারের পর নতুন নাম ও প্রতীক চিহ্নের ঘোষণা শীঘ্রই করা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
1/4
বদলে যেতে চলছে দুটি ব্যাঙ্কের নাম, দেখে নিন আপনার অ্যাকাউন্ট ও টাকার কী হবে ?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সংযুক্তিকরণের কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র সরকার ৷ এবার শীঘ্রই তিনটি ব্যাঙ্ক মার্জারের পর নতুন নাম ও প্রতীক চিহ্নের ঘোষণা শীঘ্রই করা হবে বলে জানা গিয়েছে ৷ ব্যাঙ্কের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছে ৷ মার্জারের পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এটাই দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক হতে চলেছে যার মোট ব্যবসা ১৮ লক্ষ কোটি টাকা হবে ৷ গত বছর পিএনবি-তে অন্য দুটি ব্যাঙ্ক (OBC ও ইউনাইটেড ব্যাঙ্ক) এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ এই মার্জারের পর পিএনবি দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ৷
advertisement
2/4
পয়লা এপ্রিল থেকে নতুন ব্যাঙ্ক কার্যকর হতে চলেছে ৷ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, সরকার সংযুক্তিকরণের পর যে একটি ব্যাঙ্ক তৈরি হতে চলেছে তার নাম ও প্রতীক চিহ্ন ঘোষণা করবে ৷ সেটি পয়লা এপ্রিল ২০২০ থেকে লাগু হবে ৷ নতুন ব্যাঙ্কের পরিচয় তৈরির জন্য ব্যাঙ্কের লোগো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়ে তিনটি ব্যাঙ্কের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে ৷
advertisement
3/4
এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমিতি গঠন করা হয়েছে ৷ তারা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়ে দিয়েছে ৷ মার্জারের পর নতুন ব্যাঙ্কের মোট কর্মচারীর সংখ্যা প্রায় ১ লক্ষ হতে চলেছে ৷
advertisement
4/4
গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে? ১.গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর ও কাস্টোমর আইডি দেওয়া হতে পারে ২.যে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড দেওয়া হবে, তাদের নতুন তথ্য ইনকাম ট্যাক্স বিভাগ, ইনস্যুরেন্স সংস্থা, মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিমে আপডেট দিতে হবে ৷ ৩.SIP বা EMI এর জন্য গ্রাহকদের নতুন ফর্ম ফিল আপ করতে হবে ৷ ৪.নতুন চেকবুক, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইস্যু করা হতে পারে ৷ ৫.ফিক্সড ডিপোজিট বা আরডি-র উপর পাওয়া সুদে কোনও বদল হবে না ৷ ৬.যে সুদের হারে গাড়ির লোন, বাড়ির লোন বা পার্সোনাল লোন নেওয়া হয়েছে তাতে কোনও বদল হবে না ৷ ৭.বেশ কিছু শাখা বন্ধ করে দেওয়া হতে পারে ৷ এর জন্য নতুন শাখায় যেতে হতে পারে গ্রাহকদের ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বদলে যেতে চলছে দুটি ব্যাঙ্কের নাম, দেখে নিন আপনার অ্যাকাউন্ট ও টাকার কী হবে ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল