Mutual Fund SIP Investment: ধামাকা রিটার্ন! ৩৬৫ দিন পরে মুখে চওড়া হাসি, ৫০০০ টাকার SIP-তে ১ বছরে ১ লক্ষ! বিনিয়োগে মালামাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mutual Fund SIP Investment: ধামাকা রিটার্নে ৩৬৫ দিনে ৫০০০ টাকা এসআইপিতে মালামাল হওয়ার সুযোগ
advertisement
1/15

শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের থেকে সাধারণ মানুষের কাছে মিউচুয়্যাল ফান্ডে বিনিয়োগের অপশন অত্যন্ত ভাল বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
সাধারণত এই বিষয়ে নানান মানুষ পড়াশুনা করে থাকেন ৷ কেউ কেউ আবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এমন কিছু ফান্ড আছে যেই ফান্ডে বিনিয়োগ করা হলে এক বছরেই ভাল রিটার্ন পাওয়া যায়, এমনকি দ্বিগুণ রিটার্ন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
এমন কিছু ফান্ডকে (Top 3 PSU Fund) বলে মাল্টি ব্যাগার স্টক, এক বছরের মেয়াদে ৯৭.৮৯ শতাংশ রিটার্ন পেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
এমন কিছু ফান্ডকে (Top 3 PSU Fund) বলে মাল্টি ব্যাগার স্টক, এক বছরের মেয়াদে ৯৭.৮৯ শতাংশ রিটার্ন পেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
৩ বছরের মেয়াদে বার্ষিক ৪২.২২ শতাংশ ৷ ৫ বছরের মেয়াদে ২৬.৯৬ শতাংশ বার্ষিক হারে রিটার্ন পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং মিউচ্যুয়াল ফান্ডকে থিমেটিক মিউচ্যুয়াল ফান্ড বলা হয়ে থাকে ৷ সিমেন্ট, পাওয়ার, স্টিল পাওয়ার ইত্যাদি বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
এই ফান্ডগুলিতে ৮০ শতাংশ রিটার্ন পাওয়া যায় ৷ PSU ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করতে পারেন ৷ তিনটি সেরা ফান্ডের হদিশ পাওয়া যায় ৫,৫০০ টাকার এসআইপিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
এবার দেখে নেওয়া যাক সেই রিটার্ন ফান্ডগুলি কী কী? প্রতীকী ছবি ৷
advertisement
10/15
এক বছরের সময়ে ফান্ডের CAGR ১০৫.৭৩ শতাংশ। একই সঙ্গে ন্যাভ বর্তমানে ৭৮.০৯ ফান্ডের মোট সম্পদের পরিমাণ ৷ ১১.৩৮ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
এই ফান্ডের ক্ষেত্রে BSE PSU TRI-কে এসআইপিতে ৫০০ টাকা কমপক্ষে বিনিয়োগ করা যেতে পারে ৷ একসঙ্গে আরও বেশ কিছু টাকা এককালীন বিনিয়োগ করা যেতে পারে ৷ সেক্ষেত্রে ১০০০ টাকা থেকেই শুরু হোক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
হিন্দুস্তান এয়ারনোটিক্স, ভারত ইলেকট্রনিক্স, এনটিপিসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত নামী দামী সংস্থার বা রাষ্ট্রায়াত্ত সংস্থার শেয়ার ও ফান্ডের পোর্টফোলিওতে ভাল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
৫০০০ টাকার বিনিয়োগ বা এসআইপির মাধ্যমে ৯০,৪৪০ টাকা রিটার্ন ৷ ফলে ৫,৬৮১ এসআইপিতে বিনিয়োগ করে ১ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
১০ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে এসআইপি ১.৮১ লক্ষ টাকা ৷ অর্থাৎ ১ লক্ষ ২০ হাজার টাকায় সুদ পেতে পারেন ৬১ হাজার টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে টাকা বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। নিউজ ১৮ কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund SIP Investment: ধামাকা রিটার্ন! ৩৬৫ দিন পরে মুখে চওড়া হাসি, ৫০০০ টাকার SIP-তে ১ বছরে ১ লক্ষ! বিনিয়োগে মালামাল