Mutual Fund SIP Calculation: প্রতি মাসে ঠিক কত টাকা রোজগার করলে কোটিপতি হতে পারেন? ১৫০০, ২০০০ না ৩০০০ টাকা কী করবেন বিনিয়োগ?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mutual Fund SIP Calculation: প্রতি মাসে ঠিক কত টাকা রোজগার করলে কোটিপতি হতে পারেন? ১৫০০, ২০০০ না ৩০০০ টাকা কী করবেন বিনিয়োগ?
advertisement
1/16

ক্রমেই বাড়তে শুরু করেছে বাজার মূল্য ৷ অগ্নিমূল্য এরপরেই ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে বিনিয়োগের নাননা ধরনের অপশন আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
বর্তমানে প্রচুর পরিমাণে সম্পত্তির কারণে পিতৃ পুরুষের টাকা পয়সার উপরে নির্ভর করতে হয়না বা লক্ষাধিক টাকার বেতন পেতে হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
এই নিয়ে ভাবতে হবে এসআইপি বা সিস্টেমেটিক প্ল্যানেযর সঙ্গে চলতে হবে ৷ এটি করার জন্য প্রতি মাসে ১,৫০০, ২,০০০ বা ৩,০০০ টাকার বিনিয়োগ যথেষ্ট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
ছোট এসআইপি কোটিপতি করতে পারে ৷ এবার দেখে নিন বিস্তারিত ৷ অনেক সময়েই বহু মানুষের মনে প্রশ্ন আসে আসলে এসআইপিতে ১ কোটি টাকা সঞ্চয় করতে হলে ঠিক কত টাকা করে জমাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
আনুমানিক বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন গণনা করতে হবে ৷ সেটি এখন থেকেই বুঝে নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
যদি আয় করে কোটিপতি হতে চান সেক্ষত্রে যে যে স্বপ্ন দেখতে হয় এসআইপির মাধ্যমে সঞ্চয় অত্যন্ত পরিমাণে দমদার হতে হয় ৷ মাসে মাত্র ১,৫০০ টাকা মাসিক এসআইপি ৩০ বছরে ১ কোটি টাকা সঞ্চয় করতে হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
২,৫০০ টাকা এসআইপি-তে প্রায় ২৮ বছরে হতে পারে ৷ যদি ৩,০০০ টাকা মাসে ৩,০০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ৷ ২৬ বছরে ১ কোটি টাকা সঞ্চয় করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
যদি মাসে ১,৫০০ টাকা করে এসআইপি করলে ৩০ বছরে কোটিপতি হতে পারেন ৷ ১,৫০০ টাকা সঞ্চয় করলে ১৫ শতাংশ রিটার্ন পেয়ে থাকেন সেক্ষেত্রে বিনিয়োগের টাকা ৫,৪০,০০০ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
১৫ শতাংশ রিটার্ন পেলে সেক্ষেত্রে ৯৯,৭৪,৭৩১ টাকা ৩০ বছর পরে পাবেন ৷ সেক্ষেত্রে হবে ১,০৫,১৪,৭৩১ টাকার ফান্ড হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
যদি মাসে ২,০০০ টাকা করে এসআইপি করলে ৩০ বছরে কোটিপতি হতে পারেন ৷ ২,০০০ টাকা সঞ্চয় করলে ১৫ শতাংশ রিটার্ন পেয়ে থাকেন সেক্ষেত্রে বিনিয়োগের টাকা ৬,৭২,০০০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
১৫ শতাংশ রিটার্ন পেলে সেক্ষেত্রে ৯৬,৯১,৫৭৩ টাকা ৩০ বছর পরে পাবেন ৷ সেক্ষেত্রে হবে ১,০৩,৬৩,৫৭৩ টাকার ফান্ড হবে ৷ ২,৫০০ টাকা করে মাসে সঞ্চয় করলে ২৮ বছরে কোটিপতি হতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
২৮ বছরে কোটিপতি হতে পারেন ৷ ২৮ বছরে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ মূল্য ৮,৪০,০০০ টাকা হবে ৷ এতে রিটার্ন ১,২১,১৪,৪৬৬ টাকা ৷ টোটাল ফান্ড ১,২৯,৫৪,৪৬৬ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
মাসে যদি ৩,০০০ টাকা করে বিনিয়োগ করেন সেক্ষেত্রে ২৬ বছরে কোটিপতি হতে পারেন ৷ ২৬ কোটিপতি হতে গেলে ৯,৩৬,০০০ টাকা হবে সুদ-সহ রিটার্ন পাবেন মোট ১,০৫,৩৯,০৭৪ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
এরমধ্যে টোটাল ফান্ড ১,১৩,৭৫,০৭৪ টাকা হবে, ৩,০০০ টাকা করে মাসিক এসআইপি বছরে সর্বনিম্ন ১৫ শতাংশ রিটার্ন পেলে সেক্ষেত্রে ১০,৫০,০০০ টাকা ০১,০৪,৪৪,২৫৮ মোট পান্ড ১,১৪,৯৪,২৫৮ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
এই গণনার হিসাবে বুঝতে পারা যাবে কোটিপতি হতে গেলে সবার আগে স্বপ্ন দেখতে হবে তাই নয় ৷ এসআইপিতে অনুশাসিত ভাবে বিনিয়োগের ক্ষেত্রে স্বপ্নপূরণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
মিউচ্যুয়াল পান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের আগে দলিল দস্তাবেজ ভাল করে পড়ে নিতে হবে অথবা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund SIP Calculation: প্রতি মাসে ঠিক কত টাকা রোজগার করলে কোটিপতি হতে পারেন? ১৫০০, ২০০০ না ৩০০০ টাকা কী করবেন বিনিয়োগ?