TRENDING:

Edible Oil Price Drop: আর নেই চিন্তা, পুজোর আগেই হুড়মুড়িয়ে কমে গেল সরষের তেলের দাম

Last Updated:
দেশের রাজধানী সহ সারা দেশেই কমল ভোজ্য তেলের দাম৷ বাদাম তেল, সোয়াবিন তেলস পামোলিন তেল, সরষের তেল সব কিছুর দামই কমে গেছে এক ধাক্কায় অনেকটাই৷
advertisement
1/7
আর নেই চিন্তা, পুজোর আগেই হুড়মুড়িয়ে কমে গেল সরষের তেলের দাম
#নয়াদিল্লি: বিদেশের বাজারে হুড়মুড়িয়ে কমল ভোজ্য তেলের দাম৷ দেশের রাজধানী সহ সারা দেশেই কমল ভোজ্য তেলের দাম৷ বাদাম তেল, সোয়াবিন তেলস পামোলিন তেল, সরষের তেল সব কিছুর দামই কমে গেছে এক ধাক্কায় অনেকটাই৷ 
advertisement
2/7
বিদেশের বাজারে তেলের দামের পতনের ফলে স্থানীয় বাজারেও তার সরাসরি প্রভাব পড়েছে৷ বাজারের সঙ্গে যুক্ত সূত্রের খবর অনুযায়ি শিকাগো এক্সচেঞ্জে শুক্রবার ৪.৫ শতাংশ বড় পতন হয়েছে৷
advertisement
3/7
সরষের তেল  দাদরি- ১৩,৭০০ টাকা প্রতি কুইন্টাল সরষের তেল পাক্কি ঘানি- ২১৩০-২২৬০ টাকা প্রতি টিন সরষের তেল কাচ্চি ঘানি- ২,২০০-২৩১৫ টাকা প্রতি টিন
advertisement
4/7
তিল তেল মিল ডেলিভারি -১৮,০০০ -১৯,৫০০ টাকা প্রতি কুইন্টাল সোয়াবিন তেল মিল ডেলিভারি- ১২,৩৫০ টাকা প্রতি কুইন্টাল বাদাম তেল - ৭,০২০ -৭০৮৫ টাকা প্রতি কুইন্টাল
advertisement
5/7
পামোলিন তেল - ১০.০৫০ টাকা প্রতি কুইন্টাল সয়াবিন দানা- ৫২৫০ -৫৩৫০ টাকা প্রতি কুইন্টাল সয়াবিন লুজ- ৫২২৫ -৫৩২৫ টাকা প্রতি কুইন্টাল
advertisement
6/7
সরকার দেশে তেলের আমদানি শুল্কেও ছাড় দিয়েছে৷ তবে এখনও অবধি উপভোক্তারা সরাসরি পাচ্ছেন না৷ কিন্তু ব্যবসায়ীরা এই সত্যি গোপন করে নিজেদের মুনাফা লুটছেন নইল দাম আরও কম হওয়ার কথা৷
advertisement
7/7
সূত্রের খবর অনুযায়ী সরকার ভোজ্যতেলের আমদানির ক্ষেত্রে সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের আমদানির সীমা শেষ করে আগের মত পাঁচ শতাংশ আমদানি শুল্ক করে দেওয়া হোক৷ পাশাপাশি ঘরোয়া ভাবে তেলের বীজ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হোক৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Edible Oil Price Drop: আর নেই চিন্তা, পুজোর আগেই হুড়মুড়িয়ে কমে গেল সরষের তেলের দাম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল