TRENDING:

Mustard Oil Price: সর্ষের তেলের দামে ফের মারকাটারি পতন! লিটার প্রতি দাম কমল ৫০ টাকা! লেটেস্ট রেট কত? দেখুন তালিকা

Last Updated:
Mustard Oil Price: করোনা মহামারি, লকডাউনের সময় সর্ষের তেলের দাম বাড়তে বাড়তে লিটারে ২০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলে। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে দাম কমতে শুরু করে।
advertisement
1/12
সর্ষের তেলের দামে ফের মারকাটারি পতন! লিটার প্রতি দাম কমল ৫০ টাকা! লেটেস্ট রেট কত
সর্ষে-সহ ভোজ্যতেলের দামের ক্রমাগত বৃদ্ধি ঠেকাতে সরকার নানা তৎপরতা চালাচ্ছে। এর পাশাপাশি কৃষকদের খরচ কমাতেও তৎপর কেন্দ্র। এই পরিস্থিতিতে আজ বড় রকম পতন দেখা যাচ্ছে সর্ষে-সহ চীনাবাদাম ও তুলা তেলের দামে। যদিও অপরিবর্তিত রয়েছে পাম তেলের দাম। আজ সর্ষে এবং চিনাবাদাম তেলের দাম কত সস্তা হয়েছে রইল বিস্তারিত।
advertisement
2/12
জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাজেহাল হাল। তবে এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। ফলে স্বস্তি ফিরেছে হেঁশেলে।
advertisement
3/12
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে সর্ষের তেলের গড় মূল্য ছিল লিটারে ১৩৫-১৪৫ টাকা। করোনা মহামারি, লকডাউনের সময় সর্ষের তেলের দাম বাড়তে বাড়তে লিটারে ২০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলে। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে দাম কমতে শুরু করে।
advertisement
4/12
হাওড়া-কলকাতার বাজারে সর্ষের তেলের দাম কত? এই মুহূর্তে দেশজুড়েই নিম্নমূখী সর্ষের তেলের দাম। হাওড়া-কলকাতার বাজারেও তার প্রভাব পড়েছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ভেন্ডর অ্যাসোসিয়েশন (হাওড়া)-এর সভাপতি চন্দন চক্রবর্তী জানান, সরষের তেল প্রতি কেজিতে প্রায় ৫০-৫৫ টাকা সস্তা হয়েছে।
advertisement
5/12
সূত্রের খবর, গত সপ্তাহের তুলনায় সর্ষের তেল কুইন্টাল প্রতি প্রায় ৫৫০-৬০০ টাকা সস্তা হয়েছে। সরষের তেলের দাম এখন প্রতি প্রতি কুইন্টালে ১৩,০০০-১৩,৫০০ টাকা চলছে। পাশাপাশি, সরষের কাচ্চি ঘানি তেলের দামও প্রতি টিনে (১৫ কেজি) ৩০০-৩৫০ টাকা কমে ১,৯৫০-২,১০০ টাকা হয়েছে।
advertisement
6/12
ভোজ্যতেল এবার ৩০-৭০ টাকা প্রতি লিটারে কমতে চলেছে : অন্যদিকে, সূত্রের খবর, সরকারি পোর্টালে নিয়মিত তেলের দাম অর্থাৎ এমআরপি পোস্ট করলে ভোজ্যতেলের দাম কমে যাবে। সাধারণভাবে, ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৭০ টাকা পর্যন্ত কমতে পারে আগামী দিনে।
advertisement
7/12
চলুন দেখে নেওয়া যাক ভোজ্য তেলের সর্বশেষ দাম- >> সর্ষের তৈলবীজ - প্রতি কুইন্টাল ৬,৬২০-৬,৬৭০ টাকা >> চিনাবাদাম - প্রতি কুইন্টাল ৬,৬০৫-৬,৬৬৫ টাকা >> চিনাবাদাম তেল মিল ডেলিভারি (গুজরাত)- প্রতি কুইন্টাল ১৫,৬২০ টাকা
advertisement
8/12
>> চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন ২,৪৬৫-২,৭৩০ টাকা >> সর্ষের তেল দাদরি - প্রতি কুইন্টাল ১৩,১৪০ টাকা >> সর্ষের পাক্কি ঘানি - প্রতি টিন ১,১৯৫-২,১২৫ টাকা
advertisement
9/12
>> সর্ষে কাচ্চি ঘানি - প্রতি টিন ২ ,০৫৫-২,১৮০ টাকা >> তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৮৯০০-২১,০০০ টাকা >> সয়াবিন তেল মিল ডেলিভারি দিল্লি – প্রতি কুইন্টাল ১৩,০৫০ টাকা
advertisement
10/12
>> সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর – প্রতি কুইন্টাল ১২,৯০০ টাকা >> সয়াবিন তেল দিগুম, কান্ডলা - প্রতি কুইন্টাল ১১,৪৫০ টাকা >> CPO X-Kandla – প্রতি কুইন্টাল ৮,৪৫০ টাকা
advertisement
11/12
>> কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা)- প্রতি কুইন্টাল ১১,৬০০ টাকা >> পামোলিন আরবিডি, দিল্লি – প্রতি কুইন্টাল ১০,০০০ টাকা >> পামোলিন এক্স- কান্ডলা - প্রতি কুইন্টাল ৯,১০০ টাকা (জিএসটি ছাড়া)
advertisement
12/12
>> সয়াবিন দানা – কুইন্টাল প্রতি ৫,৫৩০-৫,৬৩০ টাকা >> সয়াবিন লুজ – প্রতি কুইন্টাল ৫,২৭৫-৫,২৯৫ টাকা >> ভুট্টার খল (সারিসকা)- প্রতি কুইন্টাল ৪,০১০ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mustard Oil Price: সর্ষের তেলের দামে ফের মারকাটারি পতন! লিটার প্রতি দাম কমল ৫০ টাকা! লেটেস্ট রেট কত? দেখুন তালিকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল