Monsoon Agriculture: বর্ষায় কীভাবে ফসলের খেয়াল রাখবেন কৃষকরা? এই টিপসগুলি মেনে চললেই কেল্লাফতে
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Monsoon Agriculture: বর্ষাকালে সবজি চাষ কৃষকদের জন্য একটি চ্যালেঞ্জ৷ অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি করতে পারে। তবে সঠিক পরিচর্যা ও সঠিক কৃষি পদ্ধতির মাধ্যমে এই মরশুমেও ভালো ফসল উৎপাদন করা সম্ভব।
advertisement
1/5

বর্ষাকালে জমা জলে ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷ কারণ গাছের শিকড় পচতে শুরু করে। তাই ক্ষেত থেকে জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা সবার আগে করতে হবে কৃষকদের৷ এক্ষেত্রে পাম্পের ব্যবহার করতে পারে তারা৷ এছাড়াও জমিতে বাঁধ তৈরি করে জল নিষ্কাশনের ব্যাপারটাও কাজে আসতে পারে৷ উন্নত জাতের গাছপালাও রোপন করা যেতে পারে, যেগুলির খুব দ্রুত জল শুষে নেওয়ার ক্ষমতা আছে৷
advertisement
2/5
বর্ষাকালে পোকামাকড় ও রোগবালাইয়ের প্রকোপও বেড়ে যায়। জৈব কীটনাশক সবজি ফসলকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। যে গাছগুলি রোগে আক্রান্ত, সেগুলিতেই জৈব কীটনাশক ব্যবহার করতে হবে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, তামাকের নির্যাস বা নিমের তেল ফসলকে কীটপতঙ্গের হাত থেকে বাঁচাতে সাহায্য করে৷
advertisement
3/5
বর্ষাকালে গাছে সঠিক পরিমাণে জৈব সার দেওয়া জরুরি। অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার ফসলের জন্য ক্ষতিকর হতে পারে, তাই কৃষকদের জৈব সারই ব্যবহার করা উচিত। এটি ফসলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে এবং উৎপাদনের মানও ভালো করবে।
advertisement
4/5
বৃষ্টির দিনগুলিতে কৃষকদের খেয়াল রাখতে হবে যে, গাছে যেন অতিরিক্ত জল না দেওয়া হয়। কারন এমনি বর্ষার বৃষ্টির মাধ্যমেই গাছের চাহিদা পূরণ হয়, তাই আলাদা করে অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন। গাছগুলি যাতে খুব শুষ্ক না থাকে সেই ব্যাপারটাও খেয়াল রাখবেন।
advertisement
5/5
মালচিং পদ্ধতিতেও কৃষকরা গাছের শিকড়কে সমস্যা থেকে রক্ষা করতে পারেন। এটি আর্দ্রতা ধরে রাখে এবং আগাছা থেকে রক্ষা করে। বর্ষাকালে একটু বাড়তি যত্ন নিলেই কৃষকরা তাদের ফসল নিরাপদ ও সুস্থ রাখতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Monsoon Agriculture: বর্ষায় কীভাবে ফসলের খেয়াল রাখবেন কৃষকরা? এই টিপসগুলি মেনে চললেই কেল্লাফতে