Money Making Tips: পদ্ম ফুল থেকে মালামাল হবেন সহজেই ! দেখে নিন কী করতে হবে
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: পদ্ম চাষি সুরজিৎ সরকার পরীক্ষামূলক ভাবে প্রথমবার পদ্মের চাষ করে তাক লাগিয়েছে।
advertisement
1/5

সারা বছরই পদ্মের চাহিদা থাকলেও মূলত দুর্গাপুজোর আগে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই চাহিদার কথা মাথায় রেখেই বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পদ্ম চাষি সুরজিৎ সরকার পরীক্ষামূলক ভাবে প্রথমবার পদ্মের চাষ করে তাক লাগিয়েছে।
advertisement
2/5
জেলা জুড়ে পদ্মের ব্যাপক চাহিদা থাকায় যা বাজারে আসত পার্শ্ববর্তী জেলা হাওড়া থেকে। এমনকি বাজারে অনেক বেশি দামে বিক্রয় হত। তবে এবার জেলায় পদ্ম চাষের সংখ্যা বাড়ছে। জানা যায়, যে পুকুরে পদ্ম চাষ হয়, সেই পুকুরে মাছ চাষ খুব ভাল।
advertisement
3/5
কারণ মাছের পুকুরে এই পদ্ম চাষ করে অনেক সুবিধে হচ্ছে পুকুরে। মাছের খাবারের পাশাপাশি জলে আমুনিয়া কমে যাচ্ছে। পদ্ম চাষের মোড়া পাতা খাচ্ছে মাছ। যা মাছের পুষ্টি হিসেবেও বেশ ভাল হচ্ছে।
advertisement
4/5
এই বিষয়ে পদ্ম চাষি সুরজিৎ সরকার জানান, "পুকুরের তিন ভাগের এক ভাগ জায়গার উপর অর্থাৎ,অল্প সংখ্যক জায়গায় চাষ করেছেন এই পদ্মের। তবে, পরে আরও বড় জায়গায় চাষ করার পরিকল্পনা রয়েছে। পদ্মের ভাল চাষ হওয়ায় দুর্গাপুজো উপলক্ষে ইতিমধ্যেই বহু পরিমাণে পদ্মের অর্ডার পেয়েছেন তিনি। যা যোগান দিতে কিছুটা হলেও হিমশিম খেতে হচ্ছে। তবে সরকারি কোন সুবিধে পেলে আরও ভাল হত বলে জানা যায়।"
advertisement
5/5
প্রতিটি পুজোতেই পদ্মের চাহিদা থাকে তুঙ্গে। তবে জেলায় এবার পদ্ম চাষের সংখ্যা বাড়ায় বালুরঘাট বাজরে এবার পদ্মের দাম কিছুটা হলেও কমে পাওয়া যাবে। যা অনেক সুবিধে হবে শহরবাসীর। এক কথায় বলা যায় পদ্ম চাষ এবারে পথ দেখাচ্ছে জেলার কৃষকদের।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: পদ্ম ফুল থেকে মালামাল হবেন সহজেই ! দেখে নিন কী করতে হবে