Money Making Tips : কম বিনিয়োগে শুরু করুন এই সৌখিন ব্যবসা, দোকানের সামনে থাকবে ক্রেতাদের ভিড়
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Money Making Tips: বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। সারা বছরই থাকে চাহিদা। ফলে ক্ষতির সম্ভাবনা কম।
advertisement
1/5

যদি আপনি ব্যবসা করে উপার্জনের রাস্তা খুঁজছেন, তাহলে শুরু করতে পারেন এই শৌখিন ব্যবসা। এই ব্যবসা একবার শুরু করলে, আপনার দোকানের সামনে নামিদামী মানুষের লাইন লাগবে।
advertisement
2/5
এই ব্যবসা শুরু করতে প্রয়োজন নেই খুব বেশি জায়গার। খুব বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। আবার গ্রাহকদের কাছে সারা বছরই থাকে চাহিদা। ফলে ক্ষতির সম্ভাবনা কম।
advertisement
3/5
নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনি দুবাই আতরের ব্যবসা শুরু করতে পারেন। দিনদিন দুবাই আতরের চাহিদা বাড়ছে সবার কাছে। কয়েকশো থেকে কয়েক হাজার টাকা মানুষ খসাতে রাজি এই দুবাই আতরের জন্য।
advertisement
4/5
আতর ব্যবসায়িক সাইফুল হক বলছেন, ভারতে বসে দুবাই আতরের ব্যবসা করতে চাইলে মরুর দেশে যেতে হবে না। দুবাইয়ের বিভিন্ন সংস্থা রয়েছে।যেগুলিতে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন। কুরিয়ারে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট। আপনিআপনার লাভের মার্জিন রেখে তা খুব সহজেই বিক্রি করতে পারবেন।
advertisement
5/5
শহরের বিভিন্ন বড় বাজার বা শপিংমলে ছোট কিয়স্ক লাগিয়ে দু'লাখ টাকার বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারেন। ঠিকঠাক পরিকল্পনার সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারলে, প্রত্যেক মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় নিশ্চিত। ব্যবসা বাড়লে পাল্লা দিয়ে বাড়বে আয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : কম বিনিয়োগে শুরু করুন এই সৌখিন ব্যবসা, দোকানের সামনে থাকবে ক্রেতাদের ভিড়