Money Making Tips For Women: সঠিক উপায়ে এই কাজটি করতে পারলে বিপুল লাভবান হবেন মহিলারা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips For Women: গ্রাম বাংলার মহিলাদের এই প্রশিক্ষণ দিয়ে আর্থিক লাভের মুখের দেখাতে চাইছে পঞ্চায়েত।
advertisement
1/5

গ্রাম বাংলার মহিলাদের ছাগল পালন নিয়ে প্রশিক্ষণ দিয়ে আর্থিক লাভের মুখের দেখাতে চাইছে পঞ্চায়েত। পাথরপ্রতিমার দুর্বাচটি পঞ্চায়েতের উদ্যোগে এই কাজ করা হয়েছে।
advertisement
2/5
গ্রাম বাংলার মহিলারা বাড়িতে ছাগল-ভেড়া পালন করলেও সঠিক উপায়ে পরিচর্যা করেন না। ফলে লাভ হয় না। এবার সেজন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শেষ হলে হাঁস, মুরগি-সহ আরও অন্যান্য প্রাণীর প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
3/5
এই প্রশিক্ষণে দক্ষতা ছাড়াও বাজারে যোগাযোগ করা, বাজারজাত করা সহ আরও অনেক বিষয় শেখানো হচ্ছে। প্রশিক্ষণ চলাকালীন বই ,খাতা, পেন, পেন্সিল, স্কেল দেওয়া হচ্ছে।
advertisement
4/5
এ নিয়ে দুর্বাচটি গ্রামপঞ্চায়েতের প্রধান মানস কুমার শাসমল জানিয়েছেন, গ্রাম বাংলার মহিলারা ছাগল, হাঁস মুরগি কিভাবে পালন করতে হয় তা জানেন। এদের মধ্যে কিছুটা জ্ঞান অবশ্যই আছে।
advertisement
5/5
তবে এই প্রশিক্ষণ পেয়ে তারা সমস্ত কিছু শিখতে পারবে। প্রশিক্ষণ পেয়ে মহুয়া মাইতি নামের এক গৃহবধূ খুবই খুশি। তিনি জানিয়েছেন এবার বড় করে হাঁস, মুরগি পালন করে তারা লাভবান হতে পারবেন। ভবিষ্যতে এই ধরণের প্রশিক্ষণ আরো হওয়া উচিত বলে জানিয়েছেন তাঁরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips For Women: সঠিক উপায়ে এই কাজটি করতে পারলে বিপুল লাভবান হবেন মহিলারা