Money Making Tips: বাড়িতে সত্যিই টাকার গাছ লাগাতে চান? এটাই আসল টাকার গাছ! দু-এক মাসেই ৪০ হাজার ব্যয়ে ২ লক্ষ টাকা লাভ
- Reported by:Piya Gupta
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Money Making Tips: বাড়িতে একটা টাকার গাছ লাগাতে চাইছেন? তাহলে মানিপ্লান্ট নয় বাড়িতে লাগান অ্যালোভেরা গাছ। এই গাছ দিয়ে ঝরবে টাকা।
advertisement
1/5

*বাড়িতে একটা টাকার গাছ লাগাতে চাইছেন? তাহলে মানিপ্লান্ট নয় বাড়িতে লাগান অ্যালোভেরা গাছ। এই গাছ দিয়ে ঝরবে টাকা। আপনি যদি কোনও নার্সারি থেকে দশ টাকা দিয়ে একটি অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসেন। তিন মাসের মধ্যেই একটি গাছ থেকে তিনটা থেকে চারটা চারা উৎপাদন হবে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। প্রতীকী ছবি।
advertisement
2/5
*সম্প্রতি বাজারগুলিতে বাড়ছে অ্যালোভেরার চাহিদা। কসমেটিক পণ্য থেকে শুরু করে আয়ুর্বেদিক ওষুধ সবকিছুতেই ব্যবহার হচ্ছে অ্যালোভেরা। এই কারণে দিন প্রতিদিন বেরিয়ে চলছে অ্যালোভেরার চাহিদা। এই অ্যালোভেরা চাষ করে আপনি সারা বছর লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। প্রতীকী ছবি।
advertisement
3/5
*অল্প কিছু জমিতে চাষ শুরু করুন অ্যালোভেরার। একবার ইনভেস্টমেন্ট করলেই পাঁচ বছর পর্যন্ত লাভ পাবেন এই অ্যালোভেরা গাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান, এক একর জমিতে অ্যালোভেরা চাষ করা যায়, তাহলে প্রায় ২০ হাজার কিলোগ্রাম অ্যালোভেরা উৎপাদন করা সম্ভব। প্রতীকী ছবি।
advertisement
4/5
*অ্যালোভেরার তাজা পাতা বিক্রি করে আপনি ৫ থেকে ৬ টাকা প্রতি কেজিতে পাবেন। এক বিঘা জমিতে কৃষক অ্যালোভেরার ১২ হাজার গাছ লাগাতে পারেন অর্থাৎ এক বিঘা জমিতে অ্যালোভেরা চাষ করলে আপনার ৪০ হাজার টাকা খরচ হবে। ফলে এক বিঘায় প্রায় দেড় থেকে দু-লাখ টাকা আপনার লাভ থাকবে। প্রতীকী ছবি।
advertisement
5/5
*অ্যালোভেরার চাষ করে পাঁচ গুণ লাভ হতে পারে। তাছাড়া নতুন গাছ কেনার খরচ নেই। কারণ একই গাছ থেকে আপনি নতুন গাছ পাবেন। যদি এক বিঘা জমিতে অ্যালোভেরার ১২০০ চারা রোপণ করতে পারেন। তবে সেই ১২০০ চারাগাছ থেকেই বছরে তিন থেকে চার লক্ষ টাকা পাবেন। তাই টাকার গাছ লাগাতে চাইলে বাড়িতে আজই লাগিয়ে ফেলুন অ্যালোভেরা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাড়িতে সত্যিই টাকার গাছ লাগাতে চান? এটাই আসল টাকার গাছ! দু-এক মাসেই ৪০ হাজার ব্যয়ে ২ লক্ষ টাকা লাভ