TRENDING:

Money Making Tips: ৫ লাখ বিনিয়োগ করুন, ১০ লাখ টাকা পাবেন, এই সরকারি স্কিমে মিলছে ব্যাপক সুযোগ, দেখে নিন খুঁটিনাটি

Last Updated:
Money Making Tips: কিষাণ বিকাশ পত্র স্মল সেভিংস স্কিম। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ। ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।
advertisement
1/5
৫ লাখ বিনিয়োগ করুন, ১০ লাখ টাকা পাবেন, এই সরকারি স্কিমে মিলছে ব্যাপক সুযোগ
অধিকাংশ বিনিয়োগকারীই ঝুঁকি নিতে চান না। এমন স্কিম খোঁজেন, যেখানে কষ্টের টাকা নিরাপদে থাকবে, সঙ্গে মিলবে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। আর যদি সেটা সরকারি স্কিম হয় তাহলে তো কথাই নেই। একেবারে সোনায় সোহাগা। এই কারণেই পোস্ট অফিসের কেভিপি বা কিষাণ বিকাশ পত্র বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এই স্কিমে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দ্বিগুণ হয়ে যায়।
advertisement
2/5
কিষাণ বিকাশ পত্র স্মল সেভিংস স্কিম। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ। ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। বিনিয়োগ করতে হয় ১০০-এর গুণিতকে। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ম্যাচিউরিটিতে দ্বিগুণ টাকা হাতে পান বিনিয়োগকারী। আগে এই স্কিমে ৭.২ শতাংশ হারে সুদ দেওয়া হত। ২০২৩ সালের এপ্রিল মাসে তা বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়। আগে টাকা দ্বিগুণ হতে সময় লাগত ১২০ মাস অর্থাৎ প্রায় দশ বছর। এখন ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাসেই টাকা ডবল হয়ে যায়।
advertisement
3/5
বিনিয়োগের নিয়ম: যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিষাণ বিকাশ পত্র স্কিমে বিনিয়োগ করতে পারেন। ১০ বছর বা তার বেশি বয়সী শিশুর নামেও অ্যাকাউন্ট খোলা যায়। নাবালক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন অভিভাবকরা। অ্যাকাউন্ট খোলার সময় কেভিপি আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হয়। সঙ্গে লাগে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি। তবে কিষান বিকাশ পত্র স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই বিনিয়োগকারী এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
advertisement
4/5
এই স্কিমে যদি কেউ ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক ৭.৫ শতাংশ সুদের হারে ১১৫ মাসে অর্থাৎ ৯ বছর ৭ মাসে তিনি ১০ লাখ টাকা হাতে পাবেন। একইভাবে যদি কেউ ৬ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে এই সময়ের মধ্যে তিনি ১২ লাখ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ টাকা নিরাপদে থাকে, সঙ্গে মেলে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি।
advertisement
5/5
সবচেয়ে ভাল বিষয় হল, কিষাণ বিকাশ পত্র স্কিমে যত খুশি অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। তবে নমিনি রাখা বাধ্যতামূলক। বিনিয়োগকারী চাইলে ২ বছর ৬ মাস পর অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ৫ লাখ বিনিয়োগ করুন, ১০ লাখ টাকা পাবেন, এই সরকারি স্কিমে মিলছে ব্যাপক সুযোগ, দেখে নিন খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল