Money Making Tips : সকালে অল্প সময় খরচ করেই দারুন লাভ! বাড়িতেই করুন এই ব্যবসা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Tips: সাইড বিজনেস হিসাবে লাভজনক এই ব্যবসা! সকালে হাতে কয়েক ঘণ্টা সময় থাকলেই সহজে এই ব্যবসা করে লাভবান হবার সুযোগ
advertisement
1/7

সাইড বিজনেস হিসেবে লাভজনক এই ব্যবসা! সকালে হাতে কয়েক ঘণ্টা সময় থাকলেই সহজে এই ব্যবসা করে লাভবান হবার সুযোগ। চাষিদের থেকে মাছ সংগ্রহ করে চাহিদা মত সেই মাছ বিক্রি করে লাভের মুখ দেখছে ব্যবসায়ীরা।
advertisement
2/7
সেই দিক থেকে গত ১০ বছরে ক্রমশ হাওড়া জেলায় বেড়ে চলেছে রঙিন মাছ ব্যবসায়ীর সংখ্যা। কয়েকজন মানুষ এক সময় শখে মাছ পোষা শুরু করেন। তারপর ভাললাগা থেকে ব্যবসা শুরু।
advertisement
3/7
এর অন্যতম কারণ, এখানকার জল আবহাওয়া উপযুক্ত হওয়ার ফলে ব্যবসায় ভাল লাভের মুখ দেখছে ব্যবসায়ীরা। সারা দেশে বিখ্যাত বাংলায় উৎপাদিত রঙিন মাছ। সেই দিক থেকে বাংলার মিষ্টি জলের রঙিন মাছ চাহিদাও দারুণ রয়েছে।
advertisement
4/7
অভিজ্ঞ ব্যবসায়ীরা জানাচ্ছেন, পার্ট-টাইম ব্যবসা হিসেবে রঙিন মাছের ব্যবসা দারুন। সকাল পাঁচটা থেকে ন'টা পর্যন্ত কয়েক ঘন্টা সময় দিলে সারাদিন আর ফিরেও তাকাতে হবে না।
advertisement
5/7
এই ব্যবসার সুবিধা হল বাড়িতে বসেই বাইরে থেকে অর্ডার তোলা। আবার সেই অর্ডার মত চাষীদের কাছে অর্ডার দিয়ে মাছ সংগ্রহ। আবার সরাসরি ট্রেডারদের সঙ্গে যোগাযোগ করে চাহিদা অনুযায়ী মাছ নেওয়া যেতে পারে।
advertisement
6/7
এ প্রসঙ্গে ব্যবসায়ী দিব্যেন্দু মন্ডল জানান, এই ব্যবসার জন্য প্রয়োজন একটি ঘর যেখান থেকে মাছ সাপ্লাই হবে। কিছু মাছকে রাখার একুরিয়াম বা সিমেন্টের চৌবাচ্চা। মাছ বিক্রি করার খরিদ্দারের সঙ্গে যোগাযোগ সবার আগে প্রয়োজন।
advertisement
7/7
একইসঙ্গে ট্রেন এবং প্লেনে ট্রান্সপোর্টে পাঠানোর যোগাযোগ রাখতে হবে।তিনি আরও জানান এই ব্যবসায় সফলতা দেখে বর্তমান সময়ে বহু মানুষ আগ্রহ দেখাচ্ছেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : সকালে অল্প সময় খরচ করেই দারুন লাভ! বাড়িতেই করুন এই ব্যবসা