Profit: চাকরি ছেড়ে দেবেন, ঘরে বসেই মাসে পাবেন ৪০ হাজার টাকা...! জেনে নিন সহজ উপায়
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Money making Tips: প্রদীপ ভাই পারমার নামের এক ব্যক্তি জানালেন তিনি বাড়ি বসে মাসে ৪০ হাজার টাকা অনায়াসে আয় করেন। কী ভাবে? দেখুন।
advertisement
1/8

চাকরির উপর নির্ভর করে জীবন তো অনেকেই অতিবাহিত করেন। সংসার প্রতিপালন করেন। তবে ভাল ব্যবসা করে আয় করতে পারেন ক'জন? এর জন্য লাগে ব্যবসায়িক বুদ্ধি এবং পরিকল্পনা। সম্প্রতি এমনই এক লাভজনক ব্যবসায় তাক লাগালেন দেশের এক নাগরিক। তাঁর কাণ্ড দেখলে চমকে যাবেন!
advertisement
2/8
আমরেলি জেলার মানুষ পশুপালন করেই জীবনধারণ করেন বেশিরভাগ। গবাদি পশু থেকে লক্ষাধিক আয় করছেন কেউ কেউ। প্রদীপ ভাই পারমার নামের এক ব্যক্তি জানালেন তিনি বাড়ি বসে মাসে ৪০ হাজার টাকা অনায়াসে আয় করেন। কী ভাবে? দেখুন।
advertisement
3/8
প্রদীপ আসলে গরুর ব্যবসা করেন। তিনি অসম, হরিয়ানা, পাঞ্জাব, বেঙ্গালুরু ও মহারাষ্ট্রে গরু বিক্রি করেন। কী ধরনের গরু সেটি? জানা যায়, উচ্চ জাতের গির গাভী গ্রামাঞ্চল থেকে আনা হয়। তাদের প্রজননের পর ভালো জাতের গাভী বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
advertisement
4/8
প্রদীপ প্রতি মাসে ২০টির বেশি গরু বিক্রি করে ভালো আয় করেন। আমরেলি জেলার যুবকরা পশুপালন থেকে লাখ লাখ টাকা আয় করছেন। তাঁরা ভালো জাতের গরু ও মহিষ পালন করেন এবং তা থেকে দুধ উৎপাদন করেন।
advertisement
5/8
সৌরাষ্ট্রে একটি গির গরুর দাম লক্ষাধিক টাকা! এই গরুর এক লিটার দুধ বিক্রি হয় ৭০ থেকে ১00 টাকায়। একটি গির গরুর জন্য প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হতে পারে।
advertisement
6/8
আমরেলিতে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায়, যার মধ্যে গির গরুর বিশেষ গুরুত্ব রয়েছে। এ ছাড়া কপিলা গরুকেও বিশেষ মনে করা হয়। দামনগর গ্রামের একজন গবাদি পশু পালনকারীর একটি গির গাভী রয়েছে, যার দাম ১.৩৫ লাখ টাকা এবং এই গাভীটি দৈনিক ১৪ লিটার দুধ দেয়।
advertisement
7/8
গবেষণায় দেখা গিয়েছে, গরুর দুধে সোনালি উপাদান রয়েছে। আমরেলি জেলায় অনেকের কাছে কালো এবং সাদা কপিলা এবং গির গরু রয়েছে। দামনগর গ্রামের একজন গবাদি পশু পালনকারী প্রদীপও গির গরু লালন-পালন করেন, যার দাম লাখ লাখ টাকা।
advertisement
8/8
পশুপালনের এই ব্যবসায় প্রদীপ ভাই সারা ভারতে গির গরু বিক্রি করেন। তিনি জানান, তার একটি গির গরুর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা এবং এই গাভীটি ১৪ লিটার দুধ দেয়। এই গরুর দুধ থেকে ঘিও তৈরি হয়। অতএব, বুঝতেই পারছেন! ব্যবসা করতে জানলে টাকা আপনার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Profit: চাকরি ছেড়ে দেবেন, ঘরে বসেই মাসে পাবেন ৪০ হাজার টাকা...! জেনে নিন সহজ উপায়