TRENDING:

Money Making Tips: মাত্র ৬ মাসে আয় হবে লাখ টাকা! শুধু জেনে নিতে হবে সঠিক পদ্ধতি

Last Updated:
Money Making Tips: সঠিক পদ্ধতি মেনে চললে মাত্র ৬ মাসে আয় হবে লাখ টাকা ৷
advertisement
1/5
মাত্র ৬ মাসে আয় হবে লাখ টাকা! শুধু জেনে নিতে হবে সঠিক পদ্ধতি
কলা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মলয় চৌধুরী বাড়ির পাশের এক বিঘা জমিতে হাজারের বেশী জি-নাইন জাতের কলা চাষ করেছেন। সেই কলা চাষেই ভাগ্য খুলেছে তার।
advertisement
2/5
পরীক্ষামূলকভাবে বছর দুয়েক আগে জি-নাইন জাতের কলার কাজ শুরু করেন মলয় বাবু। উচ্চ ফলনশীল এই জাতের কলার প্রতিটি কাঁদিতে কলা ধরবে প্রায় ৯০ থেকে ১০০টি। অল্প জমিতেও জি-নাইন কলা চাষে বেশি ফলন পাওয়ার যায় বলে জানান মলয় বাবু।
advertisement
3/5
জানা যায় এই জাতের একটি কলার কাঁদিতে ৬ মাসে ৭ থেকে ৮ ছড়ি কলা পাওয়া যায়। এবং প্রতিটি ছড়িতে ১০ থেকে ১২টি করে কলা পাওয়া যায়মলয় চৌধুরী জানান এই জাতের কলা রোপণের ৬ মাস অন্তর ফলন দেয়। ১ বছরে ২ বার ফলন আসে ।গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা বাতাসে ভেঙে পড়ে না এই কলা গাছ।
advertisement
4/5
গাছ থেকে সংগ্রহের পর এ কলা তুলনামূলক বেশিদিন টিকে থাকে। প্রতি কাঁদি কলা বর্তমান বাজার মূল্যে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা দামে বাজারে বিক্রি হয়।একটি গাছে এক থেকে দুটি কাঁদি কলা আসে ।
advertisement
5/5
মলয় বাবুর হাজার টি কলা গাছে হাজার থেকে বারোশো টি কাঁদি কলা হয়েছে যা বিক্রি করলেই লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মাত্র ৬ মাসে আয় হবে লাখ টাকা! শুধু জেনে নিতে হবে সঠিক পদ্ধতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল