TRENDING:

Money Making Tips: ১ লাখ টাকার বোনাস থেকে ২.৭৭ কোটির কর্পাস! দশ বছর বিনিয়োগেই নিশ্চিত সোনালি ভবিষ্যৎ

Last Updated:
Money Making Tips: প্রায় প্রত্যেক অফিসেই বছরে একবার বোনাস দেওয়া হয়। কিন্তু সেই টাকা দিয়েই যে রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করা সম্ভব, তা জানেন না অনেকেই। শুধু সঠিকভাবে বিনিয়োগ করতে জানতে হবে।
advertisement
1/7
১ লাখ টাকার বোনাস থেকে ২.৭৭ কোটির কর্পাস! দশ বছর বিনিয়োগেই নিশ্চিত সোনালি ভবিষ্যৎ
বোনাস হাতে পেলেই মেজাজ ফুরফুরে হয়ে যায়। কল্পনার জাল বুনতে শুরু করে মন। এটা-ওটা কেনাকাটা, ভাল-মন্দ খাওয়াদাওয়া। সব টাকা মুহূর্তে উধাও। জীবনযাত্রায় দীর্ঘমেয়াদে কোনও পরিবর্তন হয় না।
advertisement
2/7
প্রায় প্রত্যেক অফিসেই বছরে একবার বোনাস দেওয়া হয়। কিন্তু সেই টাকা দিয়েই যে রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করা সম্ভব, তা জানেন না অনেকেই। শুধু সঠিকভাবে বিনিয়োগ করতে জানতে হবে। তাহলেই ভবিষ্যতের সব খরচ উঠে আসবে ওই বোনাসের টাকা থেকেই।
advertisement
3/7
ধরে নেওয়া যাক, কেউ ১ লাখ টাকা বোনাস পেলেন। প্রথম বছর পুরো টাকা বিনিয়োগ করলেন। পরের বছর ১০ শতাংশ বাড়ালেন। এভাবে প্রতি বছরই বিনিয়োগ ১০ শতাংশ হারে বাড়াতে থাকলেন। তাহলে নির্দিষ্ট সময় পর তাঁর হাতে থাকবে ২.৭৭ কোটি টাকার বেশি। কীভাবে?
advertisement
4/7
প্রতি বছর ১ লাখ টাকা বিনিয়োগ এবং তা ১০ শতাংশ হারে বৃদ্ধি করলে প্রথম বছরে ১ লাখ টাকা, দ্বিতীয় বছরে ১ লাখ ১০ হাজার টাকা, তৃতীয় বছরে ১ লাখ ২১ হাজার টাকা, চতুর্থ বছরে ১ লাখ ৩৩ হাজার ১০০ টাকা, পঞ্চম বছরে ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা, ষষ্ঠ বছরে ১ লাখ ৬১ হাজার ০৫১ টাকা, সপ্তম বছরে ১ লাখ ৭৭ হাজার ১৫৬ টাকা, অষ্টম বছরে ১ লাখ ৯৪ হাজার ৮৭২ টাকা, নবম বছরে ২ লাখ ১৪ হাজার ৩৫৯ টাকা এবং দশম বছরে ২ লাখ ৩৫ হাজার ৭৯৫ টাকা বিনিয়োগ করতে হবে।
advertisement
5/7
হিসেব অনুযায়ী, ১০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৫,৯৩,৭৪২ টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে নিলে সুদ থেকে আয় হবে ১২,৭৪,০৫০ টাকা। সুদ এবং আসল মিলিয়ে ১০ বছরে মোট ২৮,৬৭,৭৯২ টাকার কর্পাস তৈরি হবে।
advertisement
6/7
এখন আর কোনও বিনিয়োগ করতে হবে না। কিন্তু এই টাকাকে আরও ২০ বছর খাটাতে হবে। অর্থাৎ এই সময় সুদ মিলতে থাকবে। কমপাউন্ডিং কাজ করবে। হিসেব বলছে, ২৮,৬৭,৭৯২ টাকার উপর ১২ শতাংশ হারে বার্ষিক রিটার্ন মিললে সুদ থেকে আয় হবে ২,৪৭,৯৫,৭৭০ টাকা। তাহলে মোট কর্পাস দাঁড়াবে ২,৭৬,৬৩,৫৬২ টাকা।
advertisement
7/7
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এটাই হল কমপাউন্ডিংয়ের জাদু। রিটার্নের উপর রিটার্ন দেবে। বিনিয়োগ যত দীর্ঘমেয়াদে হবে, মূলধন তত বাড়বে। দশ বছরের বিনিয়োগ থেকে পাওয়া ২৮,৬৭,৭৯২ টাকা পরবর্তী ২০ বছরে হচ্ছে ২,৭৬,৬৩,৫৬২ টাকা। তাও কোনও বিনিয়োগ ছাড়াই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ১ লাখ টাকার বোনাস থেকে ২.৭৭ কোটির কর্পাস! দশ বছর বিনিয়োগেই নিশ্চিত সোনালি ভবিষ্যৎ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল