Money Making Tips: বাড়ির উঠানে বা ছাদে একটু জায়গা রয়েছে? টবেই লাগিয়ে দিন এই গাছ, বছর ঘুরতেই লাখপতি হবেন
- Reported by:Koushik Adhikary
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Money Making Tips: ড্রাগন একটি সুস্বাদু ও লোভনীয় ফল হল ড্রাগন। ভিটামিন সি সমৃদ্ধ ফলটি মূলত ভিনদেশি হলেও এখন দেশেই চাষ হচ্ছে। ড্রাগন ফলের সুখ্যাতি এখন সব জায়গায়।
advertisement
1/8

*ড্রাগন একটি সুস্বাদু ও লোভনীয় ফল। ভিটামিন-সি সমৃদ্ধ ফলটি মূলত ভিনদেশি হলেও এখন দেশেই চাষ হচ্ছে। ড্রাগন ফলের সুখ্যাতি এখন সব জায়গায়। খুব সহজেই বাড়ির উঠানে বা ছাদে ফলটি চাষ করা যায়। প্ররিবেদনঃ কৌশিক অধিকারী। ফাইল ছবি।
advertisement
2/8
*ড্রাগন ফলের গাছ লতানো, মাংসল ও খাঁজকাটা। লোহা, কাঠ বা সিমেন্টের খুঁটি বেয়ে এটি বড় হতে পারে। জেনে নিন কিভাবে খুব সহজে বাড়ির ছাদে ড্রাগন ফল চাষ করা যায়। ফাইল ছবি।
advertisement
3/8
*জানা গিয়েছে, ড্রাগন ফল চাষ করে এখন আর্থিক ভাবে স্বর্নিভর হচ্ছেন বেকার যুবক ও যুবতীরা। সারা বছরই ড্রাগন ফল চাষ করা যায়। তবে ছাদ বা বাগানে ড্রাগন ফল চাষ করে ভাল ফলন পেতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপণ করতে হবে। ফাইল ছবি।
advertisement
4/8
*প্রায় সব ধরনের মাটিতেই ড্রাগন ফল চাষ করা যায়। তবে জৈবপদার্থ সমৃদ্ধ বেলে বা দোআঁশ মাটি ড্রাগন চাষের জন্য উত্তম বলেই মনে করা হয়। ফাইল ছবি।
advertisement
5/8
*ড্রাগন সাধারণত গাছের কাটিং লাগানো হয়। টবে ড্রাগন ফলের কাটিং লাগানোর জন্য ২০ ইঞ্চি ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। কারণ এটি ড্রামে চারা ভালভাবে শিকড় ছড়াতে পারবে আর তাতে ফলনও অনেক ভাল হবে। টবে বা ড্রামে যাতে জল না জমে সেই জন্য ড্রামের তলায় ৪-৫টি ছোট ছিদ্র করে নিতে হবে এবং ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। ফাইল ছবি।
advertisement
6/8
*মূলত ড্রাগন ফলের গাছ ভালভাবে পরিচর্যা করতে হবে। ড্রাগন ফল গাছের সঠিক পরিচর্যা না করলে ফলন ভাল হবে না। ড্রাগনের গাছের কাণ্ড লতানো প্রকৃতির। তাই চারা লাগানোর পর গাছ কিছুটা বড় হয়ে গেলে গাছকে সাপোর্ট দেওয়ার জন্য খুঁটি বা পিলার পুঁতে দিয়ে পিলারের মাথায় গোলাকার কোনও কিছু যেমন টায়ার বেঁধে দিতে হবে, এতে গাছ সহজে ঢলে পড়বে না। ফাইল ছবি।
advertisement
7/8
*গাছে অতিরিক্ত বা রোগাক্রান্ত শাখা বের হলে তা কেটে ফেলে দিতে হবে। গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে। যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগ-বালাইয়ের আক্রমণ হয় না। তবে পারিপার্শ্বিক অন্যান্য যত্ন নিয়মিত নিতে হবে। ফাইল ছবি।
advertisement
8/8
*ড্রাগন ক্যাক্টাস জাতীয় গাছ। তাই জল খুব কম দিতে হবে। লক্ষ্য রাখতে হবে, যেন গাছের গোড়ায় জল কখনই জমে না থাকে। কাটিং লাগানোর পরে টব বা ড্রামটিকে মাটিতে বা ছাদে রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখতে হবে। এই ভাবে পদ্ধতি অবলম্বন করলেই আপনার বাড়িতে অতি সহজেই ড্রাগন ফলের চাষ করা যেতে পারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাড়ির উঠানে বা ছাদে একটু জায়গা রয়েছে? টবেই লাগিয়ে দিন এই গাছ, বছর ঘুরতেই লাখপতি হবেন