Money Making Tips: এই পদ্ধতিতে লাউ চাষ করলে আয় হবে মোটা টাকা! শুধু জেনে নিন এই কয়েকটি নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Money Making Tips: এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে লাউয়ের চাষে খরচ ১০ থেকে ১২ হাজার টাকা।
advertisement
1/5

মাচা তৈরি করে লাউ চাষ করে মোটা টাকা উপার্জন করুন।কৃষি নির্ভরশীল উত্তর দিনাজপুর জেলা। শীতকালীন সবজির মধ্যে অন্যতম হল লাউ। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কম হয় ৷ এছাড়া কীটনাশক প্রয়োগ না করে লাউয়ের চাষ করায় লাউয়ের চাহিদা খুব বেশি।
advertisement
2/5
তুলনামূলক শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন। লাউসহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
advertisement
3/5
লাউচাষি বলেন, ধান কিংবা পাট চাষের থেকেও বেশি লাভজনক হল লাউ চাষ।ধান চাষে সার, ও সেচ খরচ যেখানে দ্বিগুণ সেখানে মাচা পদ্ধতিতে লাউ চাষের খরচ একেবারেই কম।
advertisement
4/5
এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে লাউয়ের চাষে খরচ ১০ থেকে ১২ হাজার টাকা। সেখানে এক বিঘা জমিতে লক্ষাধিক টাকা লাভবান হওয়া যাবে শুধুমাত্র এই লাউ চাষ করে।
advertisement
5/5
লাউ চাষি জানান মূলত দুই ধরনের লাউ পাওয়া যায়।লম্বা হাইব্রিড জাতের ও এক গোলাকার দেশীয় জাতের । লম্বা জাতের লাউয়ের চাহিদা একটু কম। গোলাকার দেশীয় জাতের লাউয়ের চাহিদা অনেক ভাল।বর্তমানে বাজারে একটি লাউ প্রকার ভেদে ১৫ টাকা হতে ২০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই পদ্ধতিতে লাউ চাষ করলে আয় হবে মোটা টাকা! শুধু জেনে নিন এই কয়েকটি নিয়ম