TRENDING:

Money Making Tips: এই তেল থেকে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা, মিলছে সরকারি সাহায্যও

Last Updated:
Money Making Tips: কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা মিলবে। এর মধ্যে পরিবহণ খরচও যুক্ত রয়েছে।
advertisement
1/5
এই তেল থেকে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা, মিলছে সরকারি সাহায্যও
পাম অয়েল চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন কৃষকরা। সরকারি সাহায্যও মিলছে। জুনাগড়ের পান্থক উদ্যান চাষের জন্য বিখ্যাত। এখানেই চলছে অয়েল পাম চাষ। ভোল বদলে গিয়েছে স্থানীয় কৃষকদের। তবে এখনও অনেকেই এর সম্পর্কে বিশেষ কিছু জানেন না। তাঁদের জন্যই এই প্রতিবেদন।
advertisement
2/5
অয়েল পাম চাষের জন্য ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি হেক্টরে ভর্তুকি দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, কোনও কৃষক যদি অয়েল পাম চাষ শুরু করতে চান তাহলে দেশি চারায় প্রতি হেক্টরে ২০ হাজার টাকা এবং আমদানি করা চারা চাষে হেক্টর প্রতি ২৯ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার। সোজা কথায়, কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা মিলবে। এর মধ্যে পরিবহণ খরচও যুক্ত রয়েছে। ভর্তুকি পেতে হলে অয়েল পাম প্রকল্পের অধীনে কোম্পানি পরিচালিত নার্সারি থেকে চারা কিনে চাষ শুরু করতে হবে।
advertisement
3/5
রক্ষণাবেক্ষণ এবং চাষের খরচ, এই দুটোই যোগাবে সরকার। অয়েল পাম ফসলের জন্য বীজ, সার, আইপিএম, আইএনএম, ফার্টিগেশন, ট্রি গার্ড, পিপি রাসায়নিক ইত্যাদিতেই মূলত খরচ হয়। কৃষি বিশেষজ্ঞদের মতে, মোট খরচের ৭৫ শতাংশ বীজ এবং সারের জন্য এবং বাকি ২৫ শতাংশ শস্য সুরক্ষায় খরচ করা উচিত।
advertisement
4/5
অয়েল পাম চাষের জন্য কীভাবে সরকারি ভর্তুকি পাবেন কৃষক? এর জন্য অনলাইনে i-khedut পোর্টালে আবেদন করতে হবে। তারপর আবেদন প্রিন্টআউট, প্রয়োজনীয় কাগজপত্র এবং নথি পাঠাতে হবে উদ্যানপালন বিভাগের উপ পরিচালকের কার্যালয়ে।
advertisement
5/5
দুটি চারার মধ্যে 9 m × 9 m × 9 m দূরত্বে সমবাহু ত্রিভুজের আকারে অয়েল পাম রোপণ করতে হয়। এতে চারার সংখ্যা হবে ১৪৩টি। বীজ রোপণের সময় এই দিকে বিশেষ খেয়াল রাখতে হয় কৃষকদের। পাশাপাশি চারার সঠিক যত্ন নেওয়াও প্রয়োজন। কৃষি বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন জাতের অয়েল পাম চাষ হয়। এর মধ্যে তেনেরা জাতের বীজ সবচেয়ে জনপ্রিয়। প্রতি হেক্টরে ৫ থেকে ৩২ টন পাম উৎপাদন হয়। ফলন হয় ৩ থেকে ৫ বার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই তেল থেকে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা, মিলছে সরকারি সাহায্যও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল