Money Making Tips: বর্ষার মরশুমে মৌমাছি পালনে মেনে চলতে হবে বিশেষ কয়েকটি জিনিস ! তবে লাভ আসবে প্রচুর
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Money Making Tips: সঠিকভাবে মৌচাকের অবস্থান, কাভারিং ও খাদ্য সরবরাহের পরিকল্পনা করলে বর্ষাতেও লাভের মুখ দেখা সম্ভব। জেনে নিন বিশেষ কিছু টিপস।
advertisement
1/6

বর্ষাকালে মৌমাছির যত্ন নেওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর্দ্রতা এবং বৃষ্টির কারণে মৌমাছির কলোনিতে এই মরসুমে বেশকিছু সমস্যা দেখা দিয়ে থাকে।
advertisement
2/6
কোচবিহারের কৃষ্ণপদ সরকার দীর্ঘ সময় ধরে মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। তিনি জানান, এই সময় মৌমাছির ছাউনির ব্যবস্থা, উঁচু স্থানে রাখা, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা জরুরি।
advertisement
3/6
মৌমাছিকে বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থা করা প্রয়োজন এই মরসুমে। মৌমাছির বাক্সটিকে বৃষ্টির জল থেকে রক্ষা করার জন্য ওপরে ত্রিপল দেওয়া ভাল।
advertisement
4/6
মৌমাছির বাক্সটিকে এই সময় এমন জায়গায় রাখতে হয়। যেখানে জল জমবে না। বৃষ্টির জল জমে থাকলে মৌমাছির ক্ষতি হওয়ার সম্ভবনা বেড়ে যায় বেশ অনেকটাই।
advertisement
5/6
বর্ষাকালে ফুল কম থাকে। তাই মৌমাছিদের জন্য খাবারের অভাব হতে পারে। এক্ষেত্রে চিনির রস, পরাগ সরবরাহ করে মৌমাছির খাদ্য সরবরাহ করলে মৌমাছির ক্ষেত্রে ভাল।
advertisement
6/6
বৃষ্টি বেশি হলে বা আবহাওয়া খারাপ থাকলে মৌমাছির বাক্সগুলি মাঝে মাঝে পরিদর্শন করতে হবে। প্রয়োজনে পর্যাপ্ত পর্যবেক্ষণে রাখতে হবে মৌমাছিদের।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বর্ষার মরশুমে মৌমাছি পালনে মেনে চলতে হবে বিশেষ কয়েকটি জিনিস ! তবে লাভ আসবে প্রচুর