Money Making Tips: গভীর ক্ষত থেকে রক্তক্ষরণ বন্ধে অব্যর্থ! এই পাতার চাষ করলেই আয় করতে পারবেন লাখ লাখ টাকা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Money Making Tips: রক্ত আমাশয় ও অর্শের রক্তক্ষরণে ধন্বন্তরি, পাশাপাশি নার্ভ সতেজ করতেও এই পাতা দারুন উপকারি, চাষ করলেই মোটা দামে বিক্রি হবে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে
advertisement
1/5

মালদহ: মানুষের শরীরের একাধিক রোগ কে সাফ করবে মুহূর্তে। এই পাতার ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। চাষ করলেই টাকা আসবে সারি সারি। এই বিশেষ পাতা পরিচিত আয়াপান নামে। আর এই আয়াপান চাষ করে সকলকে তাক লাগালেন মালদহের কলেজ পড়ুয়ারা।
advertisement
2/5
মালদহ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে প্রায় ৮ হাজার আয়াপান গাছের চারা রোপণ করা হয়েছে। এই আয়াপানের পাতাকে চায়ের মতন করে খেলে মানুষের শরীরের একাধিক রোগ প্রতিরোধ হবে। রক্তচাপ, পাইলস, রক্তস্বল্পতা সহ বহু রোগের ঔষধি এই আয়াপান। বর্তমানে পরীক্ষামূলক পদ্ধতিতে এই আয়াপান চাষ শুরু করেছেন মালদহ কলেজের ছাত্র-ছাত্রীরা।
advertisement
3/5
মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পীযুষ কান্তি সাহা জানান, "মালদহের হবিবপুরের ইকো ফ্রেন্ডলি এগ্রো ডেভলপমেন্ট সোসাইটির সহযোগিতায় তাদের কাছ থেকে আয়াপানের চারাগুলো নিয়ে এসে রোপন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথমে প্রায় ৮০০০ চারা রোপন করা হয়েছে কলেজ ক্যাম্পাসে। পড়াশোনার পাশাপাশি চাষের ক্ষেত্রে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পড়ুয়াদের এই আয়াপান চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"
advertisement
4/5
মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, "কলেজে এই বিষয় নিয়ে পড়াশোনা করলে কর্মক্ষেত্রে আগামীতে পড়ুয়ারা নিজেই কৃষি কাজ করে রোজগার করতে পারবেন। পড়ুয়াদের নিয়মিত বিভিন্ন রকম বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশ-বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই ঔষধি আয়াপানের। আগামীতে এই আয়াপানের পাতা বড় হলে বাণিজ্যিকরণের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে।"
advertisement
5/5
বিশেষত এই আয়াপান কে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। বাংলায় এই আয়াপানের পাতা বিশল্যকরণী নামে পরিচিত। মানুষের শরীরের একাধিক রোগ নির্ণয়ক এই ঔষধি গাছ কে সামান্য জমিতে চাষ করলেই আয় হবে লক্ষ লক্ষ টাকা। এতে আর্থিকভাবে লাভবান হয়ে রোজগার করতে পারবেন পড়ুয়া থেকে শুরু করে চাষিরা। (তথ্য-জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: গভীর ক্ষত থেকে রক্তক্ষরণ বন্ধে অব্যর্থ! এই পাতার চাষ করলেই আয় করতে পারবেন লাখ লাখ টাকা