Money Making Idea: টমেটো চাষেই বড়লোক হওয়ার সুযোগ! শুধু চিনতে হবে জাত, জানতে হবে চাষের সঠিক সময়! আইডিয়া দিলেন আধিকারিক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
টমেটো ভাল দামে বিক্রি হয়। অধিক ফলন হলে টমেটো প্রসেসিং করে চাটনি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে সারাবছর বিক্রি করতে পারবেন। ফলে এই ব্যবসায় নেমে পড়ুন। লাভ হবে অনেকটাই।
advertisement
1/6

শীতের শুরুতেই বাগানে লাগান হাইব্রিড টমেটো চারা। যাতে লাভ হবে অনেক। অন্য প্রজাতির টমেটো চারার থেকে এই টমেটোগুলির ফলন ভাল হয়। ফলে কৃষকরা উপকৃত হবেন। প্রথম দিকে বাজারে টমেটোর দাম কিছুটা বেশি থাকে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
খোলা বাজার থেকে হাইব্রিড টমেটো চারা কিনে এনে বাগান করতে পারেন আপনিও। হাইব্রিড টমেটোর মধ্যে বাজারে সব থেকে এখন ভাল ফলন হচ্ছে নবীন, পুসা হাইব্রিড-১, হাইব্রিড-২ এর। এই কথা জানিয়েছেন মথুরাপুর ২ নং ব্লকের কৃষি দফতরের আধিকারিক অ্যাসিস্ট্যান্ট টেকনলজি ম্যানেজার জয়দীপ পাল।
advertisement
3/6
এই টমেটো চারা লাগানোর পর অল্প কয়েকদিনের পরিচর্যাতেই গাছে ফুল আসে। কৃষি অফিসের পরামর্শ মেনে চাষ করলে ফলন ভাল হবে। ফলে বাজারে আগেভাগেই বিক্রি করা যাবে টমেটো। এই গাছ লাগানোর এখনই সময়।
advertisement
4/6
টমেটো গাছগুলির জন্য পর্যাপ্ত সূর্যালোক লাগে। ফলে এই গাছগুলি খোলা জায়গায় করলে ভাল হয়। সেই সঙ্গে সময়মতো জল ও সার দিতে হবে। তবে হাইব্রিড গাছ লাগালে খুব ভাল ফলন হবে।
advertisement
5/6
সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। কৃষি অফিসের পরামর্শ মতো এখনই এই টমেটো চারা লাগাতে পারেন। ফলন খুব ভাল হবে। এখন থেকে লাগালে বাজারে আগেভাগেই বিক্রি করতে পারবেন টমেটো।
advertisement
6/6
টমেটো ভাল দামে বিক্রি হয়। অধিক ফলন হলে টমেটো প্রসেসিং করে চাটনি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে সারাবছর বিক্রি করতে পারবেন। ফলে এই ব্যবসায় নেমে পড়ুন। লাভ হবে অনেকটাই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Idea: টমেটো চাষেই বড়লোক হওয়ার সুযোগ! শুধু চিনতে হবে জাত, জানতে হবে চাষের সঠিক সময়! আইডিয়া দিলেন আধিকারিক