Money: ১ কোটি টাকার মূল্য '৩০ বছর' পর কত হবে বলুন তো...? চমকে দেবে সঠিক 'উত্তর', গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Money: আজ ১ কোটি টাকা থাকলে যে কেউ একটা নিশ্চিত ভবিষ্যত আশা করতেই পারেন। ১ কোটি টাকায় একটা লাক্সারি ফ্ল্যাট হয়ে যায়, ছেলের বিয়ে হয়ে যায়, মেয়ের বিদেশে উচ্চশিক্ষাও নিশ্চিত করা যায় এই ১ কোটি টাকা দিয়ে। কিন্তু আজ থেকে ৩০ বছর বা ২০ বছর পর এই টাকার মূল্য কত হবে আন্দাজ করতে পারবেন? বলুন তো দেখি!
advertisement
1/13

অর্থনীতি এক অদ্ভুত বিস্ময়। সময়ের সঙ্গে সঙ্গে পণ্য এবং পরিষেবা দুয়েরই দাম বাড়তেই থাকে। কয়েক দশক আগে পর্যন্ত যে জিনিসগুলি খুবই সস্তায় পাওয়া যেত, এখন অনেক দামী হয়ে গিয়েছে।
advertisement
2/13
উদাহরণ স্বরূপ দেখুন, কয়েক বছর আগে পর্যন্তও সিনেমার টিকিট ছিল খুবই সস্তা। অথচ এখন এই টিকিটের দাম ২০০ টাকার উপরে চলে গিয়েছে। এখন প্রশ্ন হল, কী রেটে আর কী ভাবে মুদ্রাস্ফীতি ঘটছে? বিশেষ করে যখন আমরা টাকার ভবিষ্যৎ মূল্য অনুমান করি তখন এই তথ্য জানা খুব জরুরি।
advertisement
3/13
আজ ১ কোটি টাকা থাকলে যে কেউ একটা নিশ্চিত ভবিষ্যত আশা করতেই পারেন। ১ কোটি টাকায় একটা লাক্সারি ফ্ল্যাট হয়ে যায়, ছেলের বিয়ে হয়ে যায়, মেয়ের বিদেশে উচ্চশিক্ষাও নিশ্চিত করা যায় এই ১ কোটি টাকা দিয়ে।
advertisement
4/13
আসলে মুদ্রাস্ফীতি হল সেই ফ্যাক্টর যা সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যকে হ্রাস করে, তাই আজ যা যথেষ্ট পরিমাণ টাকা মনে হচ্ছে তা ভবিষ্যতে আপনার অবসর-পরবর্তী চাহিদা পূরণের জন্য যথেষ্ট নাও হতে পারে।
advertisement
5/13
এই মুদ্রাস্ফীতি কী ভাবে টাকার মান কমাতে পারে?১ কোটি টাকার একটি ব্যাঙ্ক ব্যালেন্স থাকলে তা আপনার আজ একটি বড় ব্যাপার বলে মনে হচ্ছে ঠিকই। কিন্তু এটি আপনার ভবিষ্যতের আর্থিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। এর কারণ মুদ্রাস্ফীতি সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্যকে ক্ষয় করে।
advertisement
6/13
উদাহরণস্বরূপ, যদি একটি গাড়ির দাম আজ ১০ লক্ষ টাকা হয়, তাহলে সম্ভবত ১৫ বছরে এটির দাম অনেক বেশি হবে।
advertisement
7/13
এখন থেকে দশ বা পনের বছর আগে আপনি খাবার বা ভাড়ার জন্য যতটা টাকা ব্যয় করতেন তা বিবেচনা করে দেখুন। তাহলেই পার্থক্যটি বুঝে যাবেন যে কীভাবে মুদ্রাস্ফীতি টাকার মূল্য একটু একটু করে হ্রাস করছে।
advertisement
8/13
এখন বলুন তো, ১০, ২০ বা ৩০ বছরে ১ কোটি টাকার মূল্য কত হবে? ইনফ্লেশন ক্যালকুলেটরের হিসেবে এবার চমকে দেবে আপনাকে। এই হিসেবে অনুযায়ী, মূল্যস্ফীতির হার ৬ শতাংশ ধরে নিলে দশ বছর পর ১ কোটি টাকার মূল্য কমে ৫৫.৮৪ লক্ষ টাকা হবে। দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং বিনিয়োগের উপর এভাবেই প্রভাব ফেলে মুল্যস্ফীতি।
advertisement
9/13
এই হিসেবে অনুযায়ী এখন থেকে ২০ বছর পর, ৬ শতাংশ মূল্যস্ফীতি সহ, ১ কোটি টাকার মূল্য হবে আনুমানিক ৩১.১৮ লক্ষ টাকা।
advertisement
10/13
আর শুনতে অবাক লাগলেও এই নিয়মেই আজ থেকে তিরিশ বছর পর, ১ কোটি টাকার মূল্য প্রায় ১৭.৪১ লক্ষ টাকা হয়ে যাবে!
advertisement
11/13
এই কারণেই আর্থিক বিশেষজ্ঞদের সবসময় পরামর্শ থাকে অবসর পরিকল্পনায় মাঝারি থেকে দীর্ঘমেয়াদি টাকার মূল্যের এই 'পতন' সম্পর্কে সচেতন থাকতে হবে সবাইকে। অনেকেই বর্তমানের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে আর্থিক পরিকল্পনা করেন।
advertisement
12/13
কিন্তু অর্থনীতির প্রাজ্ঞরা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্য যে কমবে সেটা মাথায় রাখা জরুরি। খেয়াল রাখতে হবে, কোনও বিনিয়োগ যদি ৬ শতাংশ রিটার্ন দেয়, তাহলে লাভ কিছুই হচ্ছে না। কারণ লাভের গুড় খেয়ে নিতে চলেছে সেই মূল্যস্ফীতি।
advertisement
13/13
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money: ১ কোটি টাকার মূল্য '৩০ বছর' পর কত হবে বলুন তো...? চমকে দেবে সঠিক 'উত্তর', গ্যারান্টি!